দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের শেষ ইউনিটও বন্ধ, রাতারাতি কর্মহারা ১৩০০ কর্মী

ঋদ্ধীশ দত্ত |

Jan 02, 2021 | 4:54 PM

ধাপে ধাপে তিনটি ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল আগেই। চতুর্থ ইউনিটটিও বন্ধ হয়ে গেল বৃহস্পতিবার রাতে। যার জেরে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৩০০ কর্মী কাজ হারালেন।

দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের শেষ ইউনিটও বন্ধ, রাতারাতি কর্মহারা ১৩০০ কর্মী

Follow Us

দুর্গাপুর: নতুন বছরের শুরুতে উৎপাদন বন্ধ হয়ে গেল দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের (Durgapur Thermal Power Station)। দূষণের নিয়ম নীতি মানা হচ্ছে না। এই অভিযোগ তুলে ৩১ ডিসেম্বর রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ উৎপাদন। এমনটাই দাবি শ্রমিক সংগঠনগুলির। শনিবার সকালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হল আইএনটিটিইউসি (তৃণমূলের শ্রমিক সংগঠন)-র কর্মী সমর্থকরা।

শ্রমিক নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ভোটের আগে পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়েছে দুর্গাপুরের ইউনিট। দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট ছিল। ধাপে ধাপে তিনটি ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল আগেই। চতুর্থ ইউনিটটিও বন্ধ হয়ে গেল বৃহস্পতিবার রাতে। যার জেরে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৩০০ কর্মী কাজ হারালেন।

অনেক আগে থেকেই পঞ্চম ইউনিট তৈরির দাবি তুলেছিল শ্রমিক সংগঠনগুলি। কারণ, চতুর্থ ইউনিটটির বয়স ৩৮ বছর গিয়েছিল। আর একটা ইউনিটের আয়ু থাকে ২৫ বছর। সেই ক্ষেত্রে সরকারের একটু তৎপরতা থাকলে এতগুলো মানুষ একসাথে বেকার হয়ে পড়ত না বলেই দাবি।

আরও পড়ুন: সভার আগে জলে ভাসছেন ‘শুভেন্দু’, তৃণমূলকে দুষল বিজেপি

অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ ইউনিটটিকে বন্ধ করে দেওয়া হল, এবং কেন্দ্রীয় সরকার স্রেফ রাজনীতি করার জন্যই এই কাজটা করল। শনিবার সকাল থেকে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে আইএনটিটিইউসি কর্মী সমর্থকরা। কারখানার ভেতর শ্রমিকরা ঢুকতে গেলে শ্রমিকদের সঙ্গে একপ্রস্থ বচসাও শুরু হয়ে যায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে।

আরও পড়ুন: ‘ভাইপো হঠাও’ ডাক এবার অশোক ভট্টাচার্যের মুখেও

Next Article