সভার আগে জলে ভাসছেন ‘শুভেন্দু’, তৃণমূলকে দুষল বিজেপি
শুভেন্দু সভার আগেই রাজনৈতিক চাপানউতোর অধিকারী পরিবারের খাসতালুক মহিষাদলে। শুভেন্দুর একাধিক ফ্লেক্স ছিঁড়ে খালে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের ঘুরেছে তৃণমূলের দিকে
পূর্ব মেদিনীপুর: অধিকারী গড়েই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার আগে অশান্তি ক্রমেই নিত্য ঘটনায় পরিণত হচ্ছে। এবার দ্বারিবেড়িয়াতে শুভেন্দু সভার আগেই রাজনৈতিক চাপানউতোর অধিকারী পরিবারের খাসতালুক মহিষাদলে। শুভেন্দুর একাধিক ফ্লেক্স ছিঁড়ে খালে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের ঘুরেছে তৃণমূলের দিকে।
সুতাহাটা ব্লকের দ্বারিবেড়িয়াতে শনিবার সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, সভা শুরুর ঘণ্টা কয়েক আগে শুভেন্দুর সভাস্থল থেকে কিছুটা দূরে মহিষাদলে শুভেন্দুর পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে। শনিবার সকালে মহিষাদলের তেরোপেখ্যা মোড় এলাকায় শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি ফ্লেক্স ছেঁড়া হয়। পরে তা পাশের ডোবাতে ভাসতে দেখা যায়। গোটা ঘটনায় বিজেপির তরফ থেকে দায়ী করা হয় তৃণমূলকে।
বিজেপির অভিযোগ, শুভেন্দু পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় সভা করছেন। মানুষের যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে তাঁর সভায়। এটা সহ্য হচ্ছে না তৃণমূলের। তাই রাজনৈতিক প্রতিহিংসা করতে তৃণমূল রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর একাধিক ফ্লেক্স ছিঁড়ে খালের মধ্যে ফেলে দিয়েছে। যদিও তৃণমূল বিজেপির দাবি নস্যাৎ করে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: সারা দেশেই বিনা মূল্যে করোনা ভ্যাকসিন! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
আরও পড়ুন: সিএএ নিয়ে হঠাৎই সুর নরম শান্তনু ঠাকুরের! নেপথ্যে কি ‘গোপন বৈঠক’