‘ভাইপো হঠাও’ ডাক এবার অশোক ভট্টাচার্যের মুখেও

"নতুন বছরে আমাদের শপথ কোরোনা ও তৃণমূল-মুক্ত হোক বাংলা।"

'ভাইপো হঠাও' ডাক এবার অশোক ভট্টাচার্যের মুখেও
'ভাইপো হঠাও' ডাক এবার অশোক ভট্টাচার্যের মুখেও
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 4:44 PM

শিলিগুড়ি: দক্ষিণবঙ্গে জোরগলায় ভাইপো হঠাও ডাক তুলেছেন সদ্য বিজেপিতে যোগদানকারী প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে একই কাজ করছেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। নতুন বছরের উপলক্ষে শনিবার মিছিল করেন বাম বিধায়ক। পরক্ষণেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “নতুন বছরে আমাদের শপথ কোরোনা ও তৃণমূল-মুক্ত হোক বাংলা।”

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার, মিটিং-মিছিল শুরু হয়েছে শিলিগুড়িতে। বাম-কংগ্রেস যৌথভাবে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তারই অঙ্গ হিসেবে এদিন শিলিগুড়িতে মিছিলের ডাক দেয় বামেরা। সিপিএম ও বাম শরিকদলগুলি ছাড়া কংগ্রেসের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন সেখানে।

আরও পড়ুন: সিএএ নিয়ে হঠাৎই সুর নরম শান্তনু ঠাকুরের! নেপথ্যে কি ‘গোপন বৈঠক’

বক্তব্য রাখতে গিয়ে অশোক ভট্টাচার্য বলেন, “সকাল সকাল মিছিল করেও অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ। নতুন বছর আমাদের শপথ, ভাইপো ও করোনাকে হঠাও। নতুন বছরে আমাদের প্রত্যয় তৃণমূল-মুক্ত হোক বাংলা। তিনি আরও বলেন, রাজ্যে পরিবর্তন আসন্ন। তৃণমূল বা বিজেপি নয়, ক্ষমতায় আসবে বাম-কংগ্রেস জোট। আমরাই মানুষের পাশে আছি। তাই মানুষের সাড়া পাচ্ছি। জানুয়ারি মাস জুড়ে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে নানা কর্মসূচি পালন করব আমরা।”

আরও পড়ুন: সারা দেশেই বিনা মূল্যে করোনা ভ্যাকসিন! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর