Election Result 2022: মুছল বামেরা, শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলে নিল তৃণমূল

| Edited By: | Updated on: Jun 29, 2022 | 8:48 PM

Election Result 2022: পানিহাটিতেও জয়ী নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী জয়ী। ২ হাজার ২৭৪ ভোটে জয়ী হয়েছেন তিনি।

Election Result 2022: মুছল বামেরা, শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলে নিল তৃণমূল
জিটিএ নির্বাচন

আজ ৬টি ওয়ার্ডে উপনির্বাচনের গণনা। ফলপ্রকাশ জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদেও। ঝালদায় জয়ী তপন কান্দুর ভাইপো। এদিকে, পানিহাটিতেও জয়ী নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী জয়ী। ২ হাজার ২৭৪ ভোটে জয়ী হয়েছেন তিনি। ৬ জুন তিন জেলার ছ’টি পুরসভায় ভোটগ্রহণ হয়। ভোট হওয়া ছ’টি ওয়ার্ডের মধ্যে রয়েছে পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভায় ৮ নম্বর ওয়ার্ড। দুই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, কংগ্রেসের তপন কান্দু এবং তৃণমূলের অনুপম দত্ত খুন হওয়ার কারণেই উপনির্বাচন হয় সেখানে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jun 2022 07:25 PM (IST)

    গুলি চলল চটহাটে

    ভোটের ফল প্রকাশের পর শূন্যে গুলি চলার অভিযোগ উঠল। চটহাটের নিকরগছ এলাকায় এই ঘটনা। দুই রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। এলাকায় যাচ্ছে পুলিশ বাহিনী। এলাকায় তৃণমূল প্রার্থীর পরাজয়ের পর এই ঘটনা বলে অভিযোগ জয়ী নির্দল প্রার্থীর।

  • 29 Jun 2022 07:16 PM (IST)

    শিলিগুড়ি মহকুমা পরিষদের ফলাফল এক নজরে

    গ্রামপঞ্চায়েত মোট আসন ২২ তৃণমূল ১৯ ত্রিশঙ্কু ৩

    পঞ্চায়েত সমিতি মোট আসন ৪ তৃণমূল ৫৪ বিজেপি ১০ নির্দল ২

    মহকুমা পরিষদ মোট আসন ৯ তৃণমূল ৮ বিজেপি ১

  • 29 Jun 2022 07:15 PM (IST)

    GTA নির্বাচনের ফলাফল এক নজরে

    জিটিএ

    মোট আসন ৪৫ বিজেপিএম ২৬ হামরো পার্টি ৮ তৃণমূল ৫ নির্দল ৬

  • 29 Jun 2022 07:12 PM (IST)

    ফাঁসিদেওয়াতে হারল তৃণমূল সমর্থিত নির্দল

    ফাঁসিদেওয়াতে তৃণমূল সমর্থিত নির্দল আখতার আলি পরাজিত। পুলিশি নিরাপত্তায় গণনাকেন্দ্র ছাড়লেন আখতার। গণনাকেন্দ্র ছাড়ার সময় বলে যান, 'মানুষের রায় মাথা পেতে নিচ্ছি।' একই সঙ্গে তিনি বলেন, "নির্দলে আমি হারলেও একাধিক গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে আমাদের নির্দল জিতেছে। তাদের সঙ্গে বসেই বাকি কৌশল ঠিক হবে।"

  • 29 Jun 2022 06:51 PM (IST)

    মহকুমা পরিষদে ৮ তৃণমূল

    শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসনের মধ্যে ৮টি তৃণমূলের। ১টি পেল বিজেপি।

  • 29 Jun 2022 06:23 PM (IST)

    গণনার সময় উত্তেজনা

    ফাঁসিদেওয়াতে মহকুমা পরিষদের ভোট গণনা ঘিরে উত্তেজনা। ধরনায় বসল বিজেপি। পুনর্গণনার দাবি তাদের।

  • 29 Jun 2022 05:30 PM (IST)

    শিলিগুড়ি মহকুমা পরিষদ তৃণমূলেরই

    শিলিগুড়ি মহকুমা পরিষদের দখল নিল তৃণমূল। গত পাঁচ বছর শিলিগুড়ি মহকুমা পরিষদে বামেদের বোর্ড ছিল। এবার শুধুই ঘাসফুল।

  • 29 Jun 2022 05:28 PM (IST)

    শিলিগুড়ি মহকুমা পরিষদের গ্রামসমিতিতে ০ বামেরা

    গ্রামসমিতি বা পঞ্চায়েত সমিতির ফলাফল

    খড়িবাড়িতে ১২টি আসন। তৃণমূলের দখলে ৯, বিজেপি ৩ মাটিগাড়াতে ১৫টি আসন। তৃণমূলের দখলে ১২টি, বিজেপি ৩টি নকশালবাড়িতে ১৮টি আসন। তৃণমূলের দখলে তৃণমূল ১৭, বিজেপি ১ ফাঁসিদেওয়াতে ২১টি আসন। এখনও অবধি তৃণমূল ১০, বিজেপি ২

  • 29 Jun 2022 04:57 PM (IST)

    তৃণমূলের জয়জয়কার, তবু বড় ধাক্কা শিলিগুড়িতে

    শিলিগুড়ি মহকুমা পরিষদে সভাধিপতি পদপ্রার্থী তৃণমূলের হেভিওয়েট কাজল ঘোষ পরাজিত। তৃণমূলের জয় জয়কার হলেও কার্যত জোর ধাক্কা ঘাসফুলে।

  • 29 Jun 2022 04:56 PM (IST)

    পাহাড়ে খাতা খুলল তৃণমূল

    জিটিএ'র মোট ৪৫ আসন। মোট ২৭৭ জন প্রার্থী ছিলেন। অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BJPM) পেয়েছে ২৬টি। হামরো পার্টি পেয়েছে ৮টি। তৃণমূল পেয়েছে ৫টি আসন। নির্দল পেয়েছে ৬টি।

  • 29 Jun 2022 04:30 PM (IST)

    শিলিগুড়ি মহকুমা পরিষদে ধরাশায়ী বামেরা, ঘাসফুল ফুটছে

    শিলিগুড়ি মহকুমা পরিষদে ২২টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ১৯টিতে এগিয়ে তৃণমূল। ৪টি গ্রামসমিতির তিনটিতেই ঘাসফুল ফুটেছে। এখনও বাকি ৯টি মহকুমা পরিষদের গণনা। গত পাঁচ বছর শিলিগুড়ি মহকুমা পরিষদে বামেদের বোর্ড ছিল। বামেরা এবার ধরাশায়ী।

  • 29 Jun 2022 02:01 PM (IST)

    আমাদের কাছে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা রয়েছে: শিন্ডে

    গতকালই মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট। বিদ্রোহী সেনা বিধায়কদের নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন আস্থা ভোট নিয়ে তিনি মোটেও চিন্তিত নন, কারণ তাদের কাছে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। তিনি বলেন, "আমরা কাল মুম্বই পৌঁছব। আমাদের সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছে। দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা আমাদের সঙ্গে রয়েছে। বিধানসভায় আমরা সব পাশ করে দেব, কেউ আমাদের আটকাতে পারবে না। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা গুরুত্বপূর্ণ, এবং আমাদের কাছে সেটা রয়েছে।"

  • 29 Jun 2022 12:42 PM (IST)

    বোর্ড গঠনের পথে এগিয়ে অনীত থাপারা

    অনীত থাপা, তৃণমূলের কংগ্রেসের বন্ধু দলের ক্ষমতায় বসার জায়গাটা অনেকটাই পাকা হয়ে গিয়েছে। অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রায় ১৫ টি আসনে জিতে গিয়েছে। তৃণমূল জিতেছে পাঁচটি আসনে। এই দুটি দলের সম্মিলিত আসন সংখ্যা পাঁচে পরিণত হয়েছে। গত পৌর নির্বাচনে উত্থান হয়েছে হামরো পার্টির। তারা জিতেছে ৬টি আসনে। নির্দলরা জিতেছে পাঁচটি আসনে।

  • 29 Jun 2022 12:40 PM (IST)

    পাহাড়ে খাতা তুলল তৃণমূল

    জিটিএ-তে ৪৫ টি আসনের ভোটগণনা। গণনা শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই পাহাড়ে খাতা খুলেছে তৃণমূল। ডালি আসনে জয়ী হয়েছেন বিনয় তামাঙ্গ। সোনাদা আসনে জয়ী অনীত থাপার দল। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিজিপিএম এগিয়ে ১২ টি আসনে, হামরো পার্টি এগিয়ে ৬ টি আসনে, তৃণমূল ৫ টি আসনে এগিয়ে। নির্দল ৫টি আসনে এগিয়ে।

    বিস্তারিত পড়ুুন: Election Result 2022: ঝালদার জয়ী তপন কান্দুর ভাইপো, পানিহাটিতে জয়ী অনুপমের স্ত্রী, পাহাড়ে খাতা খুলল তৃণমূল

  • 29 Jun 2022 11:52 AM (IST)

    শিলিগুড়ি মহকুমা পরিষদ হাতছাড়া বামেদের?

    শিলিগুড়ি মহকুমা পরিষদে তৃণমূল একাধিক আসনে এগিয়ে রয়েছে। বামেদের দখলে ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। এবার তা হাতছাড়া হওয়ায় আভাস মিলছে।

  • 29 Jun 2022 11:50 AM (IST)

    পাহাড়ে ২ আসনে জয়ী তৃণমূল

    হাড্ডাহাড্ডি লড়াই চলছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে। পাহাড়ে খাতা খুলে ফেলেছে তৃণমূল কংগ্রেস। একাধিক আসনে জিতেছে নির্দল প্রার্থী।

  • 29 Jun 2022 10:40 AM (IST)

    দক্ষিণ দমদমের একটি করে ওয়ার্ডে জয়ী তৃণমূল

    দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায় ৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন।

  • 29 Jun 2022 10:39 AM (IST)

    পাহাড়ে খাতা খুলল তৃণমূল

    কালিম্পং ৩৫ নম্বর সমষ্টি তৃণমূলের দখলে। অবশ্য ৩৪ নম্বর সমষ্টিতে জয়ী নির্দল প্রার্থী বিকাশ রাই। সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুমন গুরুং। বিনয় তামাং জিতেছেন ডালি ব্লুমফিল্ড সমষ্টি থেকে।

  • 29 Jun 2022 09:31 AM (IST)

    চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জয় সিপিএমের

    চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ১৩০ ভোটে জয়ী হলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়।

  • 29 Jun 2022 09:27 AM (IST)

    দক্ষিণ দমদম, ভাটপাড়ায় জয়ী তৃণমূল

    ৯৫৫ ভোটে জয়ী ভাটাপাড়া পুরসভার তৃণমূল প্রার্থী কনকলতা দাস। সাউথ দমদম পুরসভার তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায় ৯ হাজারের বেশি ভোটে জয়ী হলেন।

  • 29 Jun 2022 09:25 AM (IST)

    পানিহাটিতে জয়ী অনুপম দত্তের স্ত্রী

    পানিহাটি পুরসভার ৮ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত জয়ী  হয়েছেন। ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন তিনি।

  • 29 Jun 2022 09:23 AM (IST)

    ঝালদায় জয়ী তপন কান্দুর ভাইপো

    ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, "মানুষ তার স্বামীকে স্মরণ করে এই জয় এনে দিয়েছে।" জয়ের পর মিঠুন বলেন, ‘‘এই জয় ওয়ার্ডের মানুষের জয়। এই জয় তার কাকুর জয়।’’

Published On - Jun 29,2022 9:19 AM

Follow Us: