Elephant Attack: বিঘার পর বিঘা জমি নষ্ট করছে দাঁতালের দল, কাবু করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বনদফতরকে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 07, 2022 | 4:59 PM

Arambag: গতকাল রাতের পর আজ ফের দাঁতালটিকে দেখা যায় এলাকায়

1 / 5
ফের হাতির হামলা। বৃহস্পতিবার রাতের পর এবার এবার দলছুট হাতির হানা আরামবাগের মলয়পুরে।

ফের হাতির হামলা। বৃহস্পতিবার রাতের পর এবার এবার দলছুট হাতির হানা আরামবাগের মলয়পুরে।

2 / 5
শুক্রবার সকাল থেকেই এলাকা দাপিয়ে বেড়াল এই  দলছুট হাতিটি। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা এলাকাজুড়ে।

শুক্রবার সকাল থেকেই এলাকা দাপিয়ে বেড়াল এই দলছুট হাতিটি। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা এলাকাজুড়ে।

3 / 5
জানা গেছে,বৃহস্পতিবার রাতে গোঘাটের বদনগঞ্জ এলাকা দিয়ে হাতিটি লোকালয়ে প্রবেশ করে। তারপর থেকেই হাতিটির গতিবিধির উপর নজর রেখেছিল বনদফতরের কর্মীরা।

জানা গেছে,বৃহস্পতিবার রাতে গোঘাটের বদনগঞ্জ এলাকা দিয়ে হাতিটি লোকালয়ে প্রবেশ করে। তারপর থেকেই হাতিটির গতিবিধির উপর নজর রেখেছিল বনদফতরের কর্মীরা।

4 / 5
এদিন সকালে হাতিটিকে বদনগঞ্জের প্রায় ৫০কিমি দূরে আরামবাগের মলয়পুরে জমির মধ্যবর্তী একটি পুকুরের কাছে থাকতে দেখা যায়। হাতি দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। যদিও ইতিমধ্যেই বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।পাশাপাশি এলাকা ঘিরে রেখেছে আরামবাগ থানার  পুলিশ কর্মীরা।

এদিন সকালে হাতিটিকে বদনগঞ্জের প্রায় ৫০কিমি দূরে আরামবাগের মলয়পুরে জমির মধ্যবর্তী একটি পুকুরের কাছে থাকতে দেখা যায়। হাতি দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। যদিও ইতিমধ্যেই বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।পাশাপাশি এলাকা ঘিরে রেখেছে আরামবাগ থানার পুলিশ কর্মীরা।

5 / 5
সুত্রের খবর, হাতিটি এখনও সেভাবে বড়সড় ক্ষয়ক্ষতি ঘটায়নি। তবে তার গতিবিধির উপর নজর রেখে হাতিটিকে রাতে আবারো জঙ্গলে ছেড়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে বনদফরের কর্মীরা। এলাকায় বহু মানুষ জন রয়েছেন। তবে ভয়েই কেউই তার ধারে কাছে ঘেঁষতে পারেননি।

সুত্রের খবর, হাতিটি এখনও সেভাবে বড়সড় ক্ষয়ক্ষতি ঘটায়নি। তবে তার গতিবিধির উপর নজর রেখে হাতিটিকে রাতে আবারো জঙ্গলে ছেড়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে বনদফরের কর্মীরা। এলাকায় বহু মানুষ জন রয়েছেন। তবে ভয়েই কেউই তার ধারে কাছে ঘেঁষতে পারেননি।

Next Photo Gallery