নেতাই: “নেতাইয়ের ঘটনার জন্য শুধু সিপিএমই দায়ী ছিল না। জনসাধারণের কমিটির নামে গোটা এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্যই এত লোক মারা গিয়েছিল। তারা এসে এখন গণতন্ত্রের কথা বলবে, শুভেন্দুকে লালগড়ে আটকে দেব বলবে! ক্ষমতা থাকলে আটকে দেখাক…।” বৃহস্পতিবার সকালে যে নেতাইয়ে দাঁড়িয়ে এভাবেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুপুরে সেখানে দাঁড়িয়েই শুভেন্দুর প্রতিটা বক্তব্যের কড়া জবাব দিলেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো। শুনলেন TV9 বাংলার প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য।
আরও পড়ুন: ‘শুভেন্দুর নরকেও জায়গা হবে না’, নেতাইয়ে দাঁড়িয়ে সদর্প হুঙ্কার মদনের
আজ তো শুভেন্দু আপনার জনসাধারণ কমিটি নিয়ে বিস্ফোরক দাবি করলেন
ছত্রধর মাহাতো: হুম! শুনলাম তো।
নেতাইয়ে দাঁড়িয়ে উনি বললেন শুধু সিপিএম নয় জনসাধারণের কমিটিও নেতাই হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল…
ছত্রধর মাহাতো: উনি আজ এসে বলছেন জনসাধারণ কমিটি দায়ী। অথচ জনসাধারণ কমিটি না থাকলে উনি এখানে ঢুকতেই পারতেন না। শুভেন্দুকে কেউ চিনতই না। কীভাবে এসব কথা বলেন। এখন হার্মাদরা ওঁর কাছে ঠিক।
উনি তো বললেন ১০ বছর জেল খেটে আসা কেউ ওনার নেতাই-প্রবেশ রুখতে পারবে না, দেখে নেবেন…
ছত্রধর মাহাতো: হ্যাঁ, সে জন্যই তো চোরের মতো ঢুকলেন। বুকের পাটা থাকলে না ব্যানার দিয়ে সকলকে জানিয়ে ঢুকতেন। ইঁদুর যেমন এক গর্ত দিয়ে ঢুকে অন্য গর্ত দিয়ে বেরিয়ে যায় সেভাবে তো এলেন, গেলেন।
আরও পড়ুন: শুধু সিপিএম নয় জনসাধারণের কমিটিও দায়ী ছিল, নেতাইয়ে বললেন শুভেন্দু
শুভেন্দু তো ভূমিপুত্র। নিজের ভূমিতে চোরের মতো কেন ঢুকবেন?
ছত্রধর মাহাতো: উনি আবার জঙ্গলমহলের ভূমিপুত্র কবে হলেন! ওঁর জন্ম তো বালুকাবেলায়। এখানে এসে বলছেন ভূমিপুত্র? যে মানুষেরা আন্দোলন করেছিলেন তারাই এখানকার ভূমিপুত্র। যাঁরা জনসাধারণ কমিটি থেকে হার্মাদদের রুখে ছিলেন তাঁরাই ভূমিপুত্র।
শেষ প্রশ্ন। উনি জঙ্গলমহলে আসছেন, সভা করছেন, সমর্থনও তো ভালই পাচ্ছেন
ছত্রধর মাহাতো: আমি মঞ্চেও বলেছি, এখানেও বলছি, শুভেন্দুকে উচিৎ শিক্ষা দেবেন জঙ্গলমহলের মানুষ। উনি যেখানেই সভা করতে যাবেন মানুষ বিক্ষোভ দেখাবেন। ২০০৮-০৯ সালে যখন জঙ্গলমহলের মানুষ অত্যাচারিত হচ্ছিলেন কোথায় ছিলেন উনি। উনি একটা গদ্দার। এখন হার্মাদদের দলে যোগ দিয়ে বলছেন ওরাই ঠিক। তাহলে কি শুভেন্দু আবার জঙ্গলমহলে হার্মাদদের আমন্ত্রণ করবেন।
নেতাই: “নেতাইয়ের ঘটনার জন্য শুধু সিপিএমই দায়ী ছিল না। জনসাধারণের কমিটির নামে গোটা এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্যই এত লোক মারা গিয়েছিল। তারা এসে এখন গণতন্ত্রের কথা বলবে, শুভেন্দুকে লালগড়ে আটকে দেব বলবে! ক্ষমতা থাকলে আটকে দেখাক…।” বৃহস্পতিবার সকালে যে নেতাইয়ে দাঁড়িয়ে এভাবেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুপুরে সেখানে দাঁড়িয়েই শুভেন্দুর প্রতিটা বক্তব্যের কড়া জবাব দিলেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো। শুনলেন TV9 বাংলার প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য।
আরও পড়ুন: ‘শুভেন্দুর নরকেও জায়গা হবে না’, নেতাইয়ে দাঁড়িয়ে সদর্প হুঙ্কার মদনের
আজ তো শুভেন্দু আপনার জনসাধারণ কমিটি নিয়ে বিস্ফোরক দাবি করলেন
ছত্রধর মাহাতো: হুম! শুনলাম তো।
নেতাইয়ে দাঁড়িয়ে উনি বললেন শুধু সিপিএম নয় জনসাধারণের কমিটিও নেতাই হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল…
ছত্রধর মাহাতো: উনি আজ এসে বলছেন জনসাধারণ কমিটি দায়ী। অথচ জনসাধারণ কমিটি না থাকলে উনি এখানে ঢুকতেই পারতেন না। শুভেন্দুকে কেউ চিনতই না। কীভাবে এসব কথা বলেন। এখন হার্মাদরা ওঁর কাছে ঠিক।
উনি তো বললেন ১০ বছর জেল খেটে আসা কেউ ওনার নেতাই-প্রবেশ রুখতে পারবে না, দেখে নেবেন…
ছত্রধর মাহাতো: হ্যাঁ, সে জন্যই তো চোরের মতো ঢুকলেন। বুকের পাটা থাকলে না ব্যানার দিয়ে সকলকে জানিয়ে ঢুকতেন। ইঁদুর যেমন এক গর্ত দিয়ে ঢুকে অন্য গর্ত দিয়ে বেরিয়ে যায় সেভাবে তো এলেন, গেলেন।
আরও পড়ুন: শুধু সিপিএম নয় জনসাধারণের কমিটিও দায়ী ছিল, নেতাইয়ে বললেন শুভেন্দু
শুভেন্দু তো ভূমিপুত্র। নিজের ভূমিতে চোরের মতো কেন ঢুকবেন?
ছত্রধর মাহাতো: উনি আবার জঙ্গলমহলের ভূমিপুত্র কবে হলেন! ওঁর জন্ম তো বালুকাবেলায়। এখানে এসে বলছেন ভূমিপুত্র? যে মানুষেরা আন্দোলন করেছিলেন তারাই এখানকার ভূমিপুত্র। যাঁরা জনসাধারণ কমিটি থেকে হার্মাদদের রুখে ছিলেন তাঁরাই ভূমিপুত্র।
শেষ প্রশ্ন। উনি জঙ্গলমহলে আসছেন, সভা করছেন, সমর্থনও তো ভালই পাচ্ছেন
ছত্রধর মাহাতো: আমি মঞ্চেও বলেছি, এখানেও বলছি, শুভেন্দুকে উচিৎ শিক্ষা দেবেন জঙ্গলমহলের মানুষ। উনি যেখানেই সভা করতে যাবেন মানুষ বিক্ষোভ দেখাবেন। ২০০৮-০৯ সালে যখন জঙ্গলমহলের মানুষ অত্যাচারিত হচ্ছিলেন কোথায় ছিলেন উনি। উনি একটা গদ্দার। এখন হার্মাদদের দলে যোগ দিয়ে বলছেন ওরাই ঠিক। তাহলে কি শুভেন্দু আবার জঙ্গলমহলে হার্মাদদের আমন্ত্রণ করবেন।