সিঙ্গুর: ২০১১ সালের পালাবদলের রাস্তা মসৃণ হয়েছিল সিঙ্গুর আন্দোলনের (Singur Movement) হাত ধরেই। সেই অন্দোলোনের অন্যতম প্রধান যোদ্ধা ছিলেন তাপসী মালিক। তাঁকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে তদানন্তীন বাম আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর মৃতদেহ উদ্ধার হয় তাপসীর। যা নিয়ে তীব্র হিন্দোল ওঠে বাংলার রাজনৈতিক মহলে। এদিকে শুক্রবার সেই সিঙ্গুরেই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ডাক না পেয়ে দিদির প্রতি ক্ষোভ উগরে দিলেন তাপসী মালিকের (Tapasi Malik) বাবা মনোরঞ্জন মালিক। তিনি বলেন, “আমার প্রতি দিদির আর কোনও দায় নেই, ভালোবাসা নেই, দিদিই আজ আমায় ডাকেনি। আজ গোটা বাংলার মানুষ ভাবলো দিদি আমাকে পরিত্যাগ করেছে। আমি কী দলের কেউ নই? তবুও দিদিকে আমি মায়ের মত ভালোবাসি”।
যদিও এ প্রসঙ্গে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না অন্য কথা বলছেন। তাঁর দাবি, “এই অনুষ্ঠানটি সরকারি ভাবে আয়োজন করা হয়েছিল। মনোরঞ্জনকে আমি নিজে আমন্ত্রণ করেছি। অনুষ্ঠানে আসতে বলেছি। উনি আসেননি।” অন্যদিকে সিঙ্গুরের বাজেমেলিয়াতে গিয়ে এদিন মমতা সন্তোষী মায়ের মন্দিরে যান। এলাকার শিশুদের হাতে প্রসাদও বিতরণও করেন তিনি। সিঙ্গুরে যখন আন্দোলন শুরু করেন তিনি তখনই অনশ মঞ্চ থেকে সন্তোষী মায়ের ব্রত শুরু করেন তৃণমূল সুপ্রিমো। এদিন সিঙ্গুরে এসে বারবার আবেগতাড়িত হতে দেখা যায় মমতাকে। ফিরে যান ইতিহাসের অলিতেগলিতে।
সিঙ্গুরে এসে আবেগতাড়িত হয়ে মমতা বলেন, ”মানত ছিল ,তাই মন্দিরে পূজা দিতে এসেছিলাম, সিঙ্গুর আন্দোলনের স্মৃতি মনে পড়ে। রাজকুমার ভুল, তাপসী মালিকের স্মৃতি সবটাই আমার মনে পড়ে। আন্দোলন চলার সময় গ্রাম থেকে মুড়ি-ছোলা ভাজা নিয়ে আসতো অনেকে। বর্ধমান থেকেও প্রচুর মানুষ খাবার নিয়ে আসতো সেই সময়। সিঙ্গুরের মানুষের অদম্য সাহস ছিল। তারা সব সময় আমার সঙ্গে থাকত। আমরা ১৪টি ক্যাম্প করে থাকতাম। প্রতিটা ক্যাম্পের সঙ্গে আমার যোগাযোগ ছিল।” সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিয়ে বের হওয়ার পথে সকলের জন্য প্রার্থনাও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “মানুষ, ঘরে থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক মায়ের কাছে এটাই প্রার্থনা”। তবে এদিন, মমতার কর্মসূচিতে তাপসী মালিকের বাবার অনুপস্থিতি নজর কাড়ে অনেকেরই। এমনকী তাঁকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক ময়দানে।