হুগলি: আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। আচমকাই ফোন যায়, ‘ঘরের তালা ভাঙা।’ এরপর দুর্গাপুর থেকে ছুটে আসেন দম্পতি। দেখেন তিনটি লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। হুগলির হিন্দমোটর বিবিডি রোডের ঘটনা।
এখানকার বাসিন্দা ঝুমুর দাস গত ২৬ তারিখ দুর্গাপুর যান আত্মীয়র বাড়ি। তিনি বলেন, “২৭ তারিখ নিমন্ত্রণ ছিল। তাই ২৬ তারিখ সেখানে যাই। ২৯ তারিখ আমার জামাইবাবু এসেছিলেন আম দিতে। এসে দেখেন বাইরের চাবি খোলা। তার সন্দেহ হওয়ায় আমাদের ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ফোন করেন। আমরা যে বাড়িতে নেই জামাইবাবু জানত না। এরপর ফোনে জানান ঘরের তালা ভাঙা। আমার তো কপালে হাত। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাকে ফোন করি।”
বাড়িওয়ালাও এসে দেখে জানান, ঘর তছনছ। এরপরই ওই দম্পতি সকাল ১০টা সাড়ে ১০টা নাগাদ বেরিয়ে পড়েন বাড়ির উদ্দেশে। ঝুমুরের কথায়, “এসে দেখি সব তালা ভাঙা। লক্ষ্মীর ভাণ্ডারের যে পয়সা ছিল তাও নিয়ে চলে গিয়েছে। গত তিন বছর ধরে ৫০০ টাকা করে জমানো। ভাঙা সেগুলি। আমার কিছু গয়না, নগদ প্রায় ১ লক্ষ টাকা উধাও। আমি ব্যাঙ্কে কাজ করি সিএসপি হিসাবে। একটা টাকা নেই।” উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।