Mathurapur Lok Sabha Constituency: ‘রেমাল’ সামলে মথুরাপুরের ‘হাল’ ধরবেন কে?

May 31, 2024 | 9:28 PM

Mathurapur Lok Sabha Constituency: ২০১৪ সালে মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল সিপিএম। উনিশের নির্বাচনে কার্যত দুই ফুলের মধ্যে লড়াই হয়। সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বিজেপির শ্যামাপ্রসাদ হালদারকে ২ লক্ষ ৪ হাজারের বেশি ভোটে হারান। তৃতীয় স্থানে থাকা সিপিএম পায় ৯২ হাজারের বেশি ভোট।

Mathurapur Lok Sabha Constituency: রেমাল সামলে মথুরাপুরের হাল ধরবেন কে?
মথুরাপুরে কে জিতবেন? শনিবার, ১ জুন ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য

Follow Us

মথুরাপুর: একসময় ছিল বামেদের গড়। এই কেন্দ্রে দীর্ঘদিন সাংসদ ছিলেন সিপিএমের রাধিকারঞ্জন প্রামাণিক। কংগ্রেসও একাধিকবার এই কেন্দ্র দখল করেছে। ২০০৯ সালে এখানে প্রথম ফোটে ঘাসফুল। সাংসদ হন তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া। সেই মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে রাজ্যের শাসকদল। একুশের নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের সবগুলি পায় তৃণমূল। প্রাপ্ত ভোটের নিরিখে বামেদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে দুই ফুলের মধ্যে টক্কর হতে চলেছে। হারানো জমি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে বামেরাও। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

মথুরাপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, মগরাহাট পশ্চিম। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৫১,০৮৭। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৯ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ০.৫ শতাংশ। সংখ্যালঘু ভোটার ২৪.১ শতাংশ। গ্রামীণ ভোটার ৯৪ শতাংশ। শহুরে ভোটার ৬ শতাংশ।

২০১৪ সালে মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল সিপিএম। উনিশের নির্বাচনে কার্যত দুই ফুলের মধ্যে লড়াই হয়। সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বিজেপির শ্যামাপ্রসাদ হালদারকে ২ লক্ষ ৪ হাজারের বেশি ভোটে হারান। তৃতীয় স্থানে থাকা সিপিএম পায় ৯২ হাজারের বেশি ভোট।

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ পাথরপ্রতিমা ১৭,১৩৮ ৭৭,২৮১ ১,১৩,০৬০
২০২১ পাথরপ্রতিমা ১০,১৮২ (কংগ্রেস) ৯৮,০৪৭ ১,২০,১৮১
২০১৯ কাকদ্বীপ ৯,৭৩০ ৮০,৭৪৭ ১,০৬,২৩০
২০২১ কাকদ্বীপ ১২,২৩৪ (কংগ্রেস) ৮৯,১৯১ ১,১৪,৪৯৩
২০১৯ সাগর ১৩,৮৯৬ ৮৭,০৫৮ ১,১৯,০৭০
২০২১ সাগর ৯,০৯৬ ৯৯,১৫৪ ১,২৯,০০০
২০১৯ কুলপি ১০,৫৬০ ৬৪,৮২৪ ৯০,৫১২
২০২১ কুলপি প্রার্থী দেয়নি ৬২,৭৫৯ ৯৬,৫৭৭
২০১৯ রায়দিঘি ১৬,১২৩ ৯১,৩৪২ ১,০৪,২৬১
২০২১ রায়দিঘি ৩৬,৯৩১ ৮০,১৩৯ ১,১৫,৭০৭
২০১৯ মন্দিরবাজার ১২,৪৯৬ ৭২,৫৯৫ ৯৩,৮১৯
২০২১ মন্দিরবাজার প্রার্থী দেয়নি ৭২,৩৪২ ৯৫,৮৩৪
২০১৯ মগরাহাট পশ্চিম ১২,৪২৯ ৪৮,৪২০ ৯৯,৫১১
২০২১ মগরাহাট পশ্চিম প্রার্থী দেয়নি ৫০,০৬৫ ৯৭,০০৬

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

একুশের বিধানসভা নির্বাচনে মথুরাপুর কেন্দ্রের সাতটি বিধানসভা আসনই জিতেছিল তৃণমূল। পাথরপ্রতিমায় জয়ী হন সমীর কুমার জানা। কাকদ্বীপে ঘাসফুল ফোটান মন্টুরাম পাখিরা। তৃণমূলের টিকিটে সাগরে জেতেন বঙ্কিমচন্দ্র হাজরা। কুলপিতে জয়ী হন যোগরঞ্জন হালদার। রায়দিঘিতে জেতেন ঘাসফুল প্রার্থী অলোক জলদাতা। মন্দিরবাজারে জয়ী হন তৃণমূলের জয়দেব হালদার। আর তৃণমূলের টিকিটে মগরাহাট পশ্চিমে জয়ী হন গিয়াসউদ্দিন মোল্লা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৩৭.৫ শতাংশ ভোট। তৃণমূল ৫২.১ শতাংশ, সিপিএম ৬.৬ শতাংশ ও কংগ্রেস ২.৩ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৩৬.৪ শতাংশ ভোট। তৃণমূল ৫০.৭ শতাংশ, সিপিএম ৩ শতাংশ ও কংগ্রেস ১.৫ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

বিদায়ী সাংসদ চৌধুরী মোহন জাটুয়াকে এবার প্রার্থী করেনি তৃণমূল। বর্ষীয়ান এই নেতার বদলে মথুরাপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন বাপি হালদার। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক পুরকাইত। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী শরৎচন্দ্র হালদার। ভোটগ্রহণের ঠিক আগে রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। ভোটের ময়দানে ঘূর্ণিঝড় সামলে কে জয়ী হন, সেটাই দেখার।

Next Article