একুশের যুদ্ধে ২১-এ নন্দীগ্রামে শাহ, নামছেন শুভেন্দুর হয়ে

ঋদ্ধীশ দত্ত |

Mar 18, 2021 | 2:33 AM

বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী ২১ মার্চ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে সভা করবেন শাহ (Amit Shah)। সেই সভায় কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীও উপস্থিত থাকতে পারেন।

একুশের যুদ্ধে ২১-এ নন্দীগ্রামে শাহ, নামছেন শুভেন্দুর হয়ে
ফাইল ছবি

Follow Us

কলকাতা: একুশের যুদ্ধে ২১-শে মার্চই নন্দীগ্রামে শাহি সভার আয়োজন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হয়ে নন্দীগ্রামে (Nandigram) প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী ২১ মার্চ অধিকারী-গড়ে সভা করবেন শাহ। সেই সভায় কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীও উপস্থিত থাকতে পারেন। অন্যদিকে, আগামী ২৪ মার্চ কাঁথিতে সভা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Nanredra Modi)।

একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশের চোখ আটকে রয়েছে নন্দীগ্রামে। কেননা, সেই কেন্দ্রে মুখোমুখি লড়াইয়ে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু। নিজের একদা বিশ্বস্ত সেনাপতির বিরুদ্ধেই লড়বেন তৃণমূল সুপ্রিমো। ফলে মেগা নির্বাচনের এপিসেন্টার হিসেবে উঠে এসেছে নন্দীগ্রাম। আর সেই কেন্দ্রেই মোদীর সেনাপতি নামবেন শুভেন্দুর হয়ে প্রচারে। মুরলীধর সেন লেন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অমিত শাহ সম্ভবত ২১ মার্চ সভা করবেন নন্দীগ্রামে।

প্রসঙ্গত, আগামী ১৯-২০ মার্চ নন্দীগ্রাম সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, বুধবার সেই কর্মসূচি পিছিয়ে যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নির্বাচন শুরুর আগে একেবারে নন্দীগ্রামে গিয়ে প্রচারের ঝড় তুলবেন মমতা। পরপর বেশ কয়েকটি সভা করবেন তিনি। তবে তৃণমূল সুপ্রিমো যেদিনই নন্দীগ্রামে যান না কেন, তার আগে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা গোটা প্রচারপর্বে আলাদা মাত্রা যোগ করবে।

আরও পড়ুন: তৃণমূলেই থেকে শিশির বললেন, ‘কে বলল আমি তৃণমূলে আছি?’

বিজেপি সূত্রে আরও খবর, পূর্ব মেদিনীপুরের সমস্ত বিধানসভাকে কেন্দ্র করেই কাঁথিতে আগামী ২৪ মার্চ এই সভা করবেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকেই কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীও বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘ক্ষমতায় আসতে পারবেন না, তাই ভোটটা তৃণমূলকে দিন’, বামপন্থীদের বার্তা মমতার

Next Article