হুগলি: একটি-দু’টি নয়, একাধিক মৃত্যুর কোলে ঢোলে পড়ছে একের পর এক বিড়াল। কিন্তু কেন? এই উত্তর যদিও অধরা। কারণ খোদ চিকিৎসকরাই বুঝে উঠতে পারছেন না ঠিক কী কারণে মারা যাচ্ছে ওই গৃহপালিত পশুগুলি। হুগলির চণ্ডীতলার খানপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই আচমকা একের পর এক বিড়াল মৃত্যুর মুখে ঢলে পড়ছে।
খানপুর মল্লিক পাড়ার বাসিন্দা মুসা মল্লিক। বিগত তিন বছর ধরে প্রায় ৩০টি বিড়ালকে লালন পালন করে আসছেন। তাঁর দাবি শুক্রবার থেকেই তিনি লক্ষ্য করেছেন একের পর এক বেড়াল অসুস্থ হয়ে মারা যাচ্ছে। বিষক্রিয়ার ফলে নাকি কোনও ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
চন্ডীতলা দু’নম্বর ব্লকের প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে পশু চিকিৎসকরা এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাদের আশ্বাস বাকি বিড়ালদের বাঁচানোর চেষ্টা চলছে। এই বিষয়ে মুসা মল্লিক বলেন, “আমার কাছে বিগত তিন বছর ধরে বিড়াল আছে ৩০টা। গত শুক্রবার থেকে শরীর খারাপ দেখা যায়। সঙ্গে-সঙ্গে আমি পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু চিকিৎসক না থাকায় ওনার নার্স এসে বিড়ালটিকে ইঞ্জেকশন দেয়। তবে বাঁচানো যায়নি। তিনদিনে বারোটি বেড়াল মারা গিয়েছে। আমি চাই বিড়ালগুলি কেন মারা গেল তা খতিয়ে দেখা হোক। তাহলেই বোঝা যাবে আসলে ওদের কী রোগ হয়েছে।”