Limca Book of Records: বাইকের ওপর ৯ ফুটের মই, আড়াই ঘণ্টার ‘স্টান্ট’ করে ‘রেকর্ড’ পাণ্ডুয়ার শতাব্দীর, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 29, 2022 | 10:44 AM

Limca Book of Records: শতাব্দী জানান, তাঁর সন্তান এখনও খুব ছোট। পরিবার সামলে এভাবে রেকর্ড গড়তে পারবেন আশা করেননি তিনি।

1 / 8
'লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে' নাম উঠল হুগলির পান্ডুয়ার মেয়ে শতাব্দীর। 'বাইক স্টান্ট' -এর কেরামতিতেই এই তকমা পেলেন তিনি। বিএসএফের মহিলা টিমের সদস্য শতাব্দী ধর। বর্তমানে কৃষ্ণনগর রেজিমেন্টে কর্মরত তিনি।

'লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে' নাম উঠল হুগলির পান্ডুয়ার মেয়ে শতাব্দীর। 'বাইক স্টান্ট' -এর কেরামতিতেই এই তকমা পেলেন তিনি। বিএসএফের মহিলা টিমের সদস্য শতাব্দী ধর। বর্তমানে কৃষ্ণনগর রেজিমেন্টে কর্মরত তিনি।

2 / 8
'সীমা ভবানী' টিমের প্রতিনিধিত্ব করেন তিনি। একই সঙ্গে সারা দেশে বাইক স্টান্টের নানা ইভেন্টে অংশগ্রহণ করেন শতাব্দী। সম্প্রতি চলন্ত 'এনফিল্ড' বাইকের ওপরে রাখা ৯ ফুট ৬ ইঞ্চি উচ্চতার মই-এর ওপর চেপে ৭৬.৮৮ কিলোমিটার বাইক চালিয়েছেন তিনি।

'সীমা ভবানী' টিমের প্রতিনিধিত্ব করেন তিনি। একই সঙ্গে সারা দেশে বাইক স্টান্টের নানা ইভেন্টে অংশগ্রহণ করেন শতাব্দী। সম্প্রতি চলন্ত 'এনফিল্ড' বাইকের ওপরে রাখা ৯ ফুট ৬ ইঞ্চি উচ্চতার মই-এর ওপর চেপে ৭৬.৮৮ কিলোমিটার বাইক চালিয়েছেন তিনি।

3 / 8
একটানা ২ ঘণ্টা ৩৩ মিনিট ওই মই-এর ওপর বিশেষ ট্র্যাকে বাইক চালিয়েছেন শতাব্দী। আর সেই 'স্টান্ট' করেই লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন শতাব্দী।

একটানা ২ ঘণ্টা ৩৩ মিনিট ওই মই-এর ওপর বিশেষ ট্র্যাকে বাইক চালিয়েছেন শতাব্দী। আর সেই 'স্টান্ট' করেই লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন শতাব্দী।

4 / 8
প্রজাতন্ত্র দিবসেও দিন দিল্লির রাজপথে বাইক স্টান্ট করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সম্প্রতি এই বিশেষ স্টান্ট করেছেন পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা শতাব্দী।

প্রজাতন্ত্র দিবসেও দিন দিল্লির রাজপথে বাইক স্টান্ট করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সম্প্রতি এই বিশেষ স্টান্ট করেছেন পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা শতাব্দী।

5 / 8
২০১৪ সাল বিএসএফ-এ যোগ দেন শতাব্দী।  চাকরির পাওয়ার কিছুদিন পরই তাঁর বাবার মৃত্যু হয়। প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত পাণ্ডুয়া রাধারানি স্কুল ও পরে পাণ্ডুয়ার শশীভূষণ সাহা স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। ছোট থেকেই খেলাধুলায় ভাল থাকার সুবাদেই চাকরি পান বিএসএফ-এ। বর্তমানে ১০ মাসের কন্যা সন্তানকে নিয়ে দিল্লিতে রয়েছেন শতাব্দী।

২০১৪ সাল বিএসএফ-এ যোগ দেন শতাব্দী। চাকরির পাওয়ার কিছুদিন পরই তাঁর বাবার মৃত্যু হয়। প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত পাণ্ডুয়া রাধারানি স্কুল ও পরে পাণ্ডুয়ার শশীভূষণ সাহা স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। ছোট থেকেই খেলাধুলায় ভাল থাকার সুবাদেই চাকরি পান বিএসএফ-এ। বর্তমানে ১০ মাসের কন্যা সন্তানকে নিয়ে দিল্লিতে রয়েছেন শতাব্দী।

6 / 8
শতাব্দীর স্বামী পাঞ্জাব পুলিশে কর্মরত। লিমকা ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠার পর শতাব্দী জানিয়েছেন, ঘণ্টার পর ঘন্টা বাইক চালিয়ে স্টান্ট করার অভিজ্ঞতা থেকেই লিমকা রেকর্ডের অংশ হওয়ার ইচ্ছে হয়েছিল।

শতাব্দীর স্বামী পাঞ্জাব পুলিশে কর্মরত। লিমকা ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠার পর শতাব্দী জানিয়েছেন, ঘণ্টার পর ঘন্টা বাইক চালিয়ে স্টান্ট করার অভিজ্ঞতা থেকেই লিমকা রেকর্ডের অংশ হওয়ার ইচ্ছে হয়েছিল।

7 / 8
শতাব্দী জানান, তাঁর সন্তান এখনও খুব ছোট। পরিবার সবসময় তাঁর পাশেই রয়েছে। পরিবার সামলে এভাবে রেকর্ড গড়তে পারবেন আশা করেননি তিনি। সকলের আশীর্বাদে তাঁর এই উদ্যোগ সফল হয়েছে বলে উল্লেখ করেছেন শতাব্দী।

শতাব্দী জানান, তাঁর সন্তান এখনও খুব ছোট। পরিবার সবসময় তাঁর পাশেই রয়েছে। পরিবার সামলে এভাবে রেকর্ড গড়তে পারবেন আশা করেননি তিনি। সকলের আশীর্বাদে তাঁর এই উদ্যোগ সফল হয়েছে বলে উল্লেখ করেছেন শতাব্দী।

8 / 8
তাঁর এই সাফল্যে খুশি তাঁর পরিবারের সদস্যরাও। মা কাবেরী ধর বলেন, আমি প্রচণ্ড খুশি। সবসময় আশা করতাম ও বড় হোক। ও যেটা মনে করত,সেটা করেই ছাড়ত। বরাবরই পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি করার ইচ্ছে ছিল শতাব্দীর।

তাঁর এই সাফল্যে খুশি তাঁর পরিবারের সদস্যরাও। মা কাবেরী ধর বলেন, আমি প্রচণ্ড খুশি। সবসময় আশা করতাম ও বড় হোক। ও যেটা মনে করত,সেটা করেই ছাড়ত। বরাবরই পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি করার ইচ্ছে ছিল শতাব্দীর।

Next Photo Gallery