Girls Missing: ৩ যুবকের সঙ্গে দেখা গিয়েছিল অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে, ৪ দিন হল ঘরে ফেরেনি
Girls Missing: গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ। কিছুদিন আগেই মগরার একটি স্কুলে একসঙ্গে সাথে পাঁচ ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। তবে নিখোঁজ পরের দিনই বর্ধমান থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
হুগলি: টিউশন পড়তে বেরিয়ে আর ফেরেনি দুই কিশোরী। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। দুই কিশোরী ডানকুনি শ্রী রামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত চার দিন ধরে তারা নিখোঁজ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পর সন্ধ্যা ছটা নাগাদ টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তারা। তারপর থেকে চার দিন কেটে গেলেও কোনও খোঁজ মেলেনি তাদের।
নিখোঁজ হওয়ার দিনই ডানকুনি থানায় অভিযোগ জানায় দুই ছাত্রীর পরিবার। ঘটনায় তিন জন টোটো চালককে আটক করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দিন ওই তিন টোটো চালকের সঙ্গেই তাদের শেষ দেখা গিয়েছিল বলে দাবি নিখোঁজ ছাত্রীর পরিবারের।
এক নিখোঁজ ছাত্রীর মা জানিয়েছেন, টিউশন পড়তে যাওয়ার কথা বলে বেরিয়েছিল মেয়ে। দেরী হওয়ায় শিক্ষকের বাড়িতে ফোন করা হয়। জানা যায়, সেখানে যায়নি ওই দুই ছাত্রী। এরপর খোঁজ করে তিন যুবকের কথা জানা যায়, যাদের সঙ্গে শেষ দেখা গিয়েছিল ওই ছাত্রীদের।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ। কিছুদিন আগেই মগরার একটি স্কুলে একসঙ্গে সাথে পাঁচ ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। তবে নিখোঁজ পরের দিনই বর্ধমান থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
তবে চার দিন পার হয়ে গেলেও ডানকুনির নিখোঁজ হওয়া দুই ছাত্রীর খোঁজ না মেলায় ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ। ডানকুনি থানার পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটে দেখে সন্ধান চালানো হচ্ছে নিখোঁজ ছাত্রীদের। ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।