Basanti: রাত্রিবেলা ঘুরে গেল ‘খেলা’, ভোটের আগে বাসন্তীতে বড় খেল দেখাল BJP

Basanti: বুধবার রাত্রিবেলা বিজেপি-র জেলা নেতৃত্বের উদ্যোগে বাসন্তী ব্লকের উত্তরমোকাম বেড়িয়া পঞ্চায়েতের নলিয়াখালি কাছারী মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার মঞ্চে বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর সমর্থনে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য নেতৃত্ব নারায়ণ মল্লিক,রাজ্য নেতা সঞ্জয় কুমার নায়েক,জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার।

Basanti: রাত্রিবেলা ঘুরে গেল 'খেলা', ভোটের আগে বাসন্তীতে বড় খেল দেখাল BJP
বাসন্তীতে শক্তি বাড়াল বিজেপিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2024 | 11:41 AM

বাসন্তী: ভোটের আগে আরও শক্তি বাড়াল বিজেপি। তৃণমূল ছাড়লেন ২৫০ জনের বেশি সংখ্যালঘু মানুষ। হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত উত্তরমোকাম বেড়িয়ার নলিয়াখালি গ্রামে। বুধবার রাত্রিবেলা বিজেপি-র এক জনসভা মঞ্চে সংখ্যালঘু মানুষজন পদ্মফুলের পতাকা তুলে নেন হাতে।

আগামী ১ জুন জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল মনোনয়পত্র জমা করেছেন। বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী মনোনয়নপত্র জমা দেবেন বৃহস্পতিবার। অন্যান্য রাজনৈতিক দলগুলোও মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এছাড়াও রাজনৈতিক দলগুলো বিরামহীনভাবে দিনে রাতে বিভিন্ন ভাবে প্রচার করে চলেছে। এই আবহে বুধবার রাত্রিবেলা বিজেপি-র জেলা নেতৃত্বের উদ্যোগে বাসন্তী ব্লকের উত্তরমোকাম বেড়িয়া পঞ্চায়েতের নলিয়াখালি কাছারী মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার মঞ্চে বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর সমর্থনে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য নেতৃত্ব নারায়ণ মল্লিক, রাজ্য নেতা সঞ্জয় কুমার নায়েক,জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার। নির্বাচনী জনসভা মঞ্চে বিজেপি নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের ২৫০ জনের বেশি সংখ্যালঘু মানুষজন।

বিজেপি জেলা সম্পাদক বিকাশ সর্দার বলেন, “বাংলাজুড়ে সন্ত্রাস চলছে। খুনের রাজনীতি, তোলাবাজি চলছে। খুনের রাজনীতি থেকে বাসন্তীকে বাঁচাতে প্রায় ২৫০টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। এদের লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা।”