Suvendu Adhikari: শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার ৯ বিজেপি কর্মী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 09, 2022 | 1:10 PM

Hooghly: সম্প্রতি বিজেপির তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে সেই কর্মসূচির সমর্থনেই চলছে প্রস্তুতি সভা এবং মিছিল।

Suvendu Adhikari: শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার ৯ বিজেপি কর্মী
তারকেশ্বর থানা (নিজস্ব চিত্র)

Follow Us

হুগলি: তারকেশ্বরের ‘নবান্ন চলো’ অভিযানের প্রস্তুতি মিছিলের তৃণমূল-বিজেপি পাথর ছোড়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বিজেপির কর্মী। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একগুচ্ছ ধারায় মামলা রুজু হয়েছে। আজ, শুক্রবার তাদের তোলা হবে আদালতে।

সম্প্রতি বিজেপির তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে সেই কর্মসূচির সমর্থনেই চলছে প্রস্তুতি সভা এবং মিছিল। বৃহস্পতিবার বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার প্রস্তুতি মিছিল ছিল তারকেশ্বরে। জয় কৃষ্ণ বাজার মোড় থেকে শুরু হয় সেই মিছিল। নেতৃত্ব ছিলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল চাউলপট্টি এলাকার দিয়ে যাওয়ার সময় বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তৃণমূল কালো পতাকা দেখায় বলে অভিযোগ। পাশাপাশি বিজেপি কর্মীদের আরও দাবি, মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ে তৃণমূলের কিছু কর্মী।

যদিও, তৃণমূলের অভিযোগ, পাল্টা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে বিজেপি কর্মীরাও। সেই পাথরের আঘাতে যখন হন মহিলা তৃণমূল কংগ্রেসের প্রায় ১০ জন কর্মী। জখম অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। বৃহস্পতিবার রাতেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল। শাসকদলের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে তারকেশ্বর থানা।

পুলিশ সূত্রে খবর, গোটা মিছিলটির ভিডিওগ্রাফি করা হয়েছিল। পাথর ছোড়ার ঘটনা সেই ভিডিয়োতে ধরা পড়ে। এছাড়াও ক্যামেরাবন্দী হয় বেশ কিছু সিসিটিভিরও। সেই সমস্ত তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা ৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতে তোলা হচ্ছে। পাথর ছোড়াছুড়ির ঘটনায় আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ধৃতদের।

Next Article