Tarakeswar Arrest: ভিডিয়োগ্রাফি দেখে চিহ্নিত, শুভেন্দুর মিছিল থেকে ঢিল ছোড়ার অভিযোগে গ্রেফতার ৯

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 09, 2022 | 1:22 PM

Tarakeswar Arrest: বৃহস্পতিবার বিকেলে হুগলির তারকেশ্বর গিয়েছিলেন শুভেন্দু।  চাউলপট্টি থেকে তারকেশ্বর স্টেশন পর্যন্ত মিছিল করার কথা ছিল তাঁর।

Tarakeswar Arrest: ভিডিয়োগ্রাফি দেখে চিহ্নিত, শুভেন্দুর মিছিল থেকে ঢিল ছোড়ার অভিযোগে গ্রেফতার ৯
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

হুগলি: শুভেন্দুর মিছিল থেকে পাথর ছোড়ার ঘটনায় ৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল তারকেশ্বর থানার পুলিশ। তাদের শুক্রবার আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে পুলিশের তরফ থেকে বৃহস্পতিবার মিছিলের ভিডিয়োগ্রাফি করা হয়েছিল। সেই ভিডিয়োগ্রাফি এবং এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পাথর ছোড়ার ঘটনায় সরাসরি যুক্ত বিজেপি কর্মীদের চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য গত কাল ১৩ই সেপ্টেম্বর ‘নবান্ন চলো’ অভিযান সফল করতে
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্দ্যোগে একটি মিছিল ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় তারকেশ্বরে। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মিছিল শুরু হয় তারকেশ্বর জয় কৃষ্ণ বাজার মোড় থেকে,মিছিল চলাকালীন চাউলপট্টি এলাকায় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মিছিলে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

পাল্টা বিজেপি কর্মীরাও পাথর ছোড়ে। পাথরের আঘাতে দশ জন মহিলা তৃণমূল কর্মী আহত হন। তাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।

প্রসঙ্গত, বঙ্গ বিজেপির নবান্ন অভিযানকে সফল করতে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার বিকেলে হুগলির তারকেশ্বর গিয়েছিলেন শুভেন্দু।  চাউলপট্টি থেকে তারকেশ্বর স্টেশন পর্যন্ত মিছিল করার কথা ছিল তাঁর। মিছিল যখন তারকেশ্বর রেলগেটের কাছে পৌঁছয়,  তখনই সমস্যার সূত্রপাত হয়। বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা তৃণমূলকর্মীরা। তা নিয়েই উত্তেজনা বাড়ে। অভিযোগ, মিছিল থেকে তাঁদের উদ্দেশে ইট পাটকেল ছোড়া হতে থাকে। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিশাল বাহিনী।

Next Article