Abhishek Banerjee: কৃষির পক্ষে সওয়াল! হরিপালে ট্রাক্টর যাত্রা অভিষেকের
Abhishek Banerjee: আজ ৪১ দিনে পড়ল নবজোয়ার যাত্রা। উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গে হুগলিতে পৌঁছেছে সেই যাত্রা।
হরিপালে অভিষেক
Follow Us
হুগলি: সিঙ্গুরের কাছেই ট্রাক্টরে সওয়ার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচির অংশ হিসেবেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হুগলির হরিপালে চলছে রোড শো। উপস্থিত রয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা।
মূলত কৃষির পক্ষে সওয়াল করতেই এই যাত্রা অভিষেকের। সিঙ্গুরে টাটা বিদায় নিয়ে আজও তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করায় বিরোধীরা। অভিযোগ ওঠে, বিনিয়োগ আসেনি মমতার আমলে। নবজোয়ার যাত্রার ৪১ তম দিনে সেই সিঙ্গুরে ট্রাক্টর যাত্রার মধ্যে দিয়ে কৃষি জমি আর কৃষকদের পক্ষেই সওয়াল করলেন অভিষেক।
ট্রাক্টর যাত্রার পর তারকেশ্বর মন্দিরে গেলেন অভিষেক। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি জনসংযোগও করেন তিনি।