Minor Harassment: কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, পলাতক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর প্রতিবেশীদের

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 27, 2023 | 1:24 PM

Minor Harassment: এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ঘটনাস্থলে পৌঁছন। বলেন, "একটা তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত আবার হুমকি দিচ্ছে। পুলিশ তদন্ত করছে। অপরাধীকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।" স্থানীয় বাসিন্দা অঞ্জনা দাস জানান,"অভিযুক্ত যুবকরা চার ভাই। ওরা পাড়ায় কারো সঙ্গেই ভাল ব্যবহার করে না।"

Minor Harassment: কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, পলাতক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর প্রতিবেশীদের
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

বলাগড়: নাবালিকাকে যৌন নিগ্রহর অভিযোগ। ঘটনায় নাম জড়ায় এলাকারই এক তৃণমূল কর্মীর। অভিযুক্তর কর্মকাণ্ডের কথা জানতে পেরেই তাঁর বাড়ি ভাঙচুর। অভিযুক্ত ব্যক্তি পলাতক। নিগৃহীতা পরিবারের সঙ্গে দেখা করলেন এলাকার বিধায়ক।

গত ২৫ ডিসেম্বর বলাগড়ের এক নাবালিকা তার প্রতিবেশীর বাড়িতে টিভি দেখছিল। অভিযোগ, সেই সময় উত্তরপাড়ার বাসিন্দা অভিযুক্ত যুবক নাবালিকাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটি নির্মিয়মাণ ঘরে যৌন নিগ্রহ করেন। সেই কুকীর্তি দেখে নেয় প্রতিবেশী যুবক। এবং অভিযুক্তকে বিরত করার চেষ্টা করেন। অভিযোগ, এই ঘটনা কাউকে জানালে ফল ভালো হবে না বলে বলেও হুমকি দেওয়া হয়। গতকাল বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তর বাড়িতে চড়াও হয় নাবালিকার পাড়ার লোক। ভাঙচুর করা হয় দুটি বাড়িতে। ঘটনার পর থেকে পতালক রয়েছে অভিযুক্ত।

এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ঘটনাস্থলে পৌঁছন। বলেন, “একটা তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত আবার হুমকি দিচ্ছে। পুলিশ তদন্ত করছে। অপরাধীকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।” স্থানীয় বাসিন্দা অঞ্জনা দাস জানান,”অভিযুক্ত যুবকরা চার ভাই। ওরা পাড়ায় কারো সঙ্গেই ভাল ব্যবহার করে না।”

অভিযুক্তের বাবা আনন্দ বিশ্বাস বলেন,”আগে কংগ্রেস করতাম পরে ৯৮ সাল থেকে তৃণমূল করি। দলের সব কর্মসূচীতে থাকি। ওরা বলছে ছেলে অপরাধ করেছে। কী হয়েছে জানিনা ।তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের আমার উপর আক্রোশ অনেক দিনের।” অপরদিকে, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দাবি করেছেন, দুষ্কৃতীরা কোনও দলের হয় না। এরা অপরাধ করে। মানুষকে ভয় দেখায়। তারপর দলের নামে দোষ দেয়। প্রসঙ্গত,অভিযুক্ত যুবক মুম্বই থাকতেন। সম্প্রতি তিনি এই এলাকায় এসেছেন। বর্তমানে
মুরগীর গাড়িতে কাজ করে। এই মাঘ মাসে বিয়ে হওয়ার কথা ছিল।

Next Article