Hooghly: পর্নোগ্রাফি দেখিয়ে ৪ বছরের মেয়েকে যৌন নির্যাতন, প্রৌঢ় বলছেন ‘শুধুই আদর করেছি’

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Dec 28, 2023 | 5:17 PM

Hooghly: এর আগে দু’বার একই ধরনের ঘটনা ঘটিয়েছে ৫০ বছরের ওই ব্যক্তি। তাঁকে সতর্ক করেও কোনও লাভ হয়নি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। অভিযুক্ত প্রৌঢ়ের কড়া শাস্তির দাবিও উঠেছে।

Hooghly: পর্নোগ্রাফি দেখিয়ে ৪ বছরের মেয়েকে যৌন নির্যাতন, প্রৌঢ় বলছেন ‘শুধুই আদর করেছি’
ঘটনায় গ্রেফতার ১
Image Credit source: TV-9 Bangla

Follow Us

চুঁচুড়া: মোবাইলে পর্নোগ্রাফি, অশ্লীল ছবি দেখিয়ে ৪ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। প্রৌঢ়কে বেধড়ক মার এলাকার বাসিন্দাদের। তুলে দেওয়া হল পুলিশের হাতে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ায় (Chinsurah in Hooghly)। নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, এই প্রথম নয়। এর আগে দু’বার একই ধরনের ঘটনা ঘটিয়েছে ৫০ বছরের ওই ব্যক্তি। তাঁকে সতর্ক করেও কোনও লাভ হয়নি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। অভিযুক্ত প্রৌঢ়ের কড়া শাস্তির দাবিও উঠেছে। এদিকে মারের চোটে তাঁর মাথাও ফেটে গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পরেই তাঁকে গ্রেফতার করেছে চুঁচুড়া থানার পুলিশ। পকসো আইনে রুজু হয়েছে মামলা। 

সূত্রের খবর, অভিযুক্ত নির্যাতিতার বাড়ির পাশেই থাকেন। ছোট্ট মেয়েটির মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। বাবা আনাজ বিক্রি করে সংসার চালান। এদিন সকালে ২ জনে কাজে বেরিয়ে যেতেই ওই প্রতিবেশী প্রৌঢ় ভুলিয়ে ভালিয়ে বাচ্চাটিকে তাঁর বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ। তারপরই শুরু হয় পাশবিক নির্যাতন। ঘটনায় নির্যাতিতার বাবা বলছেন, এর আগেও দু’বার একই ঘটনা ঘটিয়েছিল ও। আগেও ওকে আমরা বুঝিয়েছি। কিন্তু, ও বোঝেনি। এই নিয়ে তিনবার এই কাণ্ড করল। ও মুখে আদর করেছি বললে কী হবে। এটা অন্যরকম আদর। শরীরের নানা জায়গায় হাত দিয়েছে। বুকের কাছটা লাল হয়ে আছে। এমন সব জিনিস করেছে মুখে বলতে পারছি না। বাচ্চাটিকে মোবাইলে অশ্লীল সব ছবি দেখিয়েছে। টিভিতে দেখিয়েছে। বাচ্চাটা আমাদের সব খুলে বলেছে। তারপরই আমরা পুলিশে সবটা জানাই। যদিও অভিযুক্তের দাবি তিনি শুধুই আদর করেছেন। আর কিছু করেননি। 

ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলছে শাসকদলও। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা বলেন, “দুয়ারে সরকারের কাজে ছিলাম। তখনই আমার কাছে ফোন আসে। সেখানেই সবটা জানতে পারি। তারপরই আমি দৌড়ে যাই। আইন আইনের পথে চলবে। প্রশাসনের হাতে ওকে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন যা ব্য়বস্থা নেবে আমরা তার সঙ্গে আছি।”

Next Article