Tarakeswar: এবার বুলডোজার চালাল রেল, বেআইনি বস্তি উচ্ছেদ তারকেশ্বরে

Tarakeswar: তারকেশ্বর রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। তার জন্য ঢেলে সাজানো হচ্ছে স্টেশনচত্বর। সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রেলস্টেশন সংলগ্ন রেলের জায়গায় এতদিন যে দখল ছিল, এবার তাও উচ্ছেদ করছে রেল। সূত্রের খবর, রেল আগেই বাসিন্দাদের নোটিস দিয়েছিল।

Tarakeswar: এবার বুলডোজার চালাল রেল, বেআইনি বস্তি উচ্ছেদ তারকেশ্বরে
বুলডোজার চালাচ্ছে রেল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2024 | 12:34 PM

তারকেশ্বর: সাত সকালে চলল বুলডোজার। বস্তি উচ্ছেদে রেলের তরফ থেকে চালানো হল বুলডোজার। শনিবার তারকেশ্বর রেল স্টেশন সংলগ্ন এলাকায় বস্তি উচ্ছেদে নামে রেল। তাতেই চলে বুলডোজার। কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয়, তার জন্য মোতায়েন করা হয় বিরাট পুলিশবাহিনী।

তারকেশ্বর রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। তার জন্য ঢেলে সাজানো হচ্ছে স্টেশনচত্বর। সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রেলস্টেশন সংলগ্ন রেলের জায়গায় এতদিন যে দখল ছিল, এবার তাও উচ্ছেদ করছে রেল। সূত্রের খবর, রেল আগেই বাসিন্দাদের নোটিস দিয়েছিল।

রেল সূত্রে খবর, রেল যে সরে যাওয়ার সময়সীমা দিয়েছিল, তা ১২ জুলাই পর্যন্ত। এরপরই ১৩ তারিখ দখলমুক্ত করার কাজ শুরু হয়। তবে এই বর্ষায় মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশাহারা বাসিন্দারা। তাঁদের বক্তব্য, নোটিস দেওয়া হলেও বর্ষা কেটে যাওয়া পযন্ত সময় চেয়েছিলেন। রেল তাতে মান্যতা দেয়নি।

একইসঙ্গে বস্তির বাসিন্দাদের দাবি, রেলের জায়গায় অনেকে পাকা বাড়ি করে ফেলেছে। রেল সরাচ্ছে না। অথচ তাঁদের সরিয়ে দিচ্ছে। অনেকে রেলের জায়গা দখল করে ব্যবসা করছেন, তাঁরাও ছাড় পাচ্ছেন বলে দাবি বস্তিবাসীর। যদিও রেলের তরফে জানানো হয়েছে, নোটিস জারি করার নির্দিষ্ট সময় সীমা পেরিয়ে যাওয়ার পরই এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামিদিনে রেলের জায়গায় সমস্ত দখলই উচ্ছেদ করা হবে।