Hooghly: কান্না থামাতে ৮ মাসের বাচ্চার গলায় মদ ঢালল বাবা, মদত দিল দাদু, পাণ্ডুয়া থানার দ্বারস্থ মা

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Sep 08, 2023 | 5:06 PM

Hooghly: ৮ মাসের শিশুকে চোলাই মদ খাইয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শিশুর বাবা ও দাদু।

Hooghly: কান্না থামাতে ৮ মাসের বাচ্চার গলায় মদ ঢালল বাবা, মদত দিল দাদু, পাণ্ডুয়া থানার দ্বারস্থ মা
ঘটনায় গ্রেফতার বাবা-দাদু
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হুগলি: বাবা-মায়ের মধ্যে চলছিল তুমুল অশান্তি। অঝোরে কাঁদছিল আট মাসের শিশু। কান্না থামাতে একরত্তির মুখে চোলাই মদ ঢেলে দিল বাবা-দাদু। শেষে মায়ের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। তাঁদের তৎপরতাতেই শেষ পর্যন্ত শিশুটিকে মদ্যপ বাবার হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়। খবর যায় পুলিশে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পান্ডুয়ার আঁইচগড় গ্রামে। সূত্রের খবর, বুধবার রাতে মদ খাওয়াকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দা বুলু বাগ ও সন্ন্যাসী বাগের মধ্যে তুমুল অশান্তি হয়। অভিযোগ সেই সময়ই সন্ন্যাসী তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করে। মারধর করে বাড়ি থেকে বের করেও দেওয়া হয়। অভিযোগ, ঘটনায় শুরু থেকেই ছেলেকে মদত দিচ্ছিলেন সন্ন্যাসীর বাবা বালক বাগ। 

এদিকে বাড়ির অশান্ত পরিস্থিতির মধ্যেই অঝোরে কাঁদতে শুরু করে একরত্তিটা। চুপ করাতে ছেলের মুখে চোলাই মদ ঢালতে শুরু করেন বাবা। অভিযোগ, তাঁকে এবার এ কাজে সাহায্য করতে থাকেন বাচ্চাটির দাদু। এ কাণ্ড দেখেই বাড়ির বাইরে থেকেই চিৎকার শুরু করেন সন্ন্যাসীর স্ত্রী। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তখনও চেঁচিয়ে চলেছেন সন্ন্যাসী ও তাঁর বাবা। 

খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পান্ডুয়া থানার পুলিশ। মদ্যপ বাবার হাত থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে। থানায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সন্ন্যাসীর স্ত্রী। তাঁর অভিযোগ, তাঁর বাচ্চাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছেন তাঁরা। তাঁর অভিয়োগের ভিত্তিতেই খুদের বাবা ও দাদুকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাঁদের তোলা হয় চুঁচুড়া আদালতে। বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Next Article