আরামবাগ: নির্বাচন এলে এক দল থেকে অন্য রাজনৈতিক দলে ঝাঁপাঝাঁপি চলতেই থাকে। কখনও সাধারণ মানুষ কখনও গোটা গ্রামকে যোগ দিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলে। এবার সম্পূর্ণ উল্টো চিত্র। এক সঙ্গে আটশো অঙ্গনওয়াড়ি শিক্ষিকা ও সহায়িকা যোগ দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনে।
আরামবাগ ব্লকপাড়া তৃণমূল পার্টি অফিসে ৮০০ জন অঙ্গনওয়াড়ি কর্মী তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে ও স্লোগান দিয়ে যোগদান করলেন ঘাসফুল শিবিরে। এ দিন, তাঁদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী। বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানিয়ে নবাগতরা শপথ নেন, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করবেন।
আইসিডিএসের আরামবাগ প্রোজেক্টের নেত্রী মধুমিতা ভট্টাচার্য বলেন, “আমরা আইসিডিএস কর্মী। আমরা তৃণমূলে যোগদান করলাম। আমাদের ৮০০ মেয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন আমরা ওঁর ভালবাসার কাছে হার মানতে বাধ্য হয়েছি। সেই কারণে আমরা যোগদান করলাম”