আরামবাগ: দাঁড়িয়ে আছে আমন্ত্রিত নেতারা আর পুজোর মণ্ডপ উদ্বোধনে ফিতা কাটছেন গ্রামের প্রবীণরা। এমনই চমকে দেওয়ার ছবি ধরা পড়ল হুগলির গোঘাটের মির্জাপুরে। বিভিন্ন পূজা মণ্ডপে শাসকদলের নেতারা যখন ফিতা কাটছেন, তখন উলটপুরাণ গোঘাটের মির্জাপুরে। নেতাদেরকে পিছনে রেখে পুজো উদ্বোধনের ফিতে কাটছেন গ্রামের প্রবীণরা। শোরগোল পড়েছে এলাকায়। কেন এমনটা হল জানতে TV9 বাংলা পৌঁছে গিয়েছিল গোঘাটের মির্জাপুর গ্রামে।
পুজো উদ্যোক্তাদের অভিযোগ, মির্জাপুর গ্রামের নিউ সৃষ্টি সঙ্ঘ সরকারি অনুদান পায়নি। গ্রামের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করেন। তাঁরাই মূলত বেশিরভাগ চাঁদা দিয়ে মণ্ডপসজ্জা ও প্রতিমার খরচ বহন করেছেন। গ্রামে আগে কোনও পুজো ছিল না পরে পুজো দেখতে যেতে হত। তাই তাঁদের এমন উদ্যোগ। আর এই পুজোতে উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয় একাধিক শাসকদলের দাপুটে জনপ্রতিনিধিদের।
বেশ কয়েকজন দাপুটে জনপ্রতিনিধি অর্থাৎ শাসকদলের নেতারা সামনেই প্রবীণদের হাতে কাঁচি ধরিয়ে ফিতে কাটা হয় তাতে হকচকিয়ে যান শাসকদলের নেতারাও। পরে TV9 বাংলার ক্যামেরার সামনে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বলেন, “আমি লজ্জিত। সরকারি অনুদানের টাকা এই ক্লাব পায়নি। আগামী দিনে যাতে পায়, সেই ব্যবস্থা করব।” তবে নেতামন্ত্রীদের দাঁড় করিয়ে রেখে গ্রামের প্রবীণদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।