Durga Pujo 2023: অস্ত্র নয়, মায়ের হাতে খুন্তি-মাইক্রোফোন, নারীশক্তিকে ফুটিয়ে তুলল ডানকুনির এই ক্লাব

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 21, 2023 | 12:47 PM

Durga Pujo 2023: ডানকুনি সপ্তর্ষি ক্লাবের পুজো মণ্ডপে মায়ের দশ হাতে রয়েছে গিটার, কোনও হাতে মাইক্রোফোন তো কোনও হাতে ব্যাডমিন্টনের র‍্যাকেট আবার কোনও হাতে টেথোস্কোপ,কোনও হাতে আবার হাতা,খুন্তি।এই পুজো এবার ৩১ তম বর্ষে পদার্পণ করেছে।

Durga Pujo 2023: অস্ত্র নয়, মায়ের হাতে খুন্তি-মাইক্রোফোন, নারীশক্তিকে ফুটিয়ে তুলল ডানকুনির এই ক্লাব
ডানকুনির দুর্গাপুজোর
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডানকুনি: নারী আজ প্রতিষ্ঠিত। সমাজের বিভিন্ন স্তরে নারী আজ প্রতিষ্ঠিত। তাঁরা একহাতে যেমন সংসার সামলাচ্ছেন। অন্যহাতে দাপিয়ে বেড়াচ্ছেন বাইরেও। জল থেকে মহাআকাশ! বাদ নেই কোথাও। পুরুষের কাঁধে-কাঁধ মিলিয়ে আজ তারা কাজ করে চলেছেন। ডানকুনি সপ্তর্ষি ক্লাবের পুজো মণ্ডপও সেই বার্তা দিচ্ছে। এখানে দশভূজার হাতে নেই অস্ত্র।

ডানকুনি সপ্তর্ষি ক্লাবের পুজো মণ্ডপে মায়ের দশ হাতে রয়েছে গিটার, কোনও হাতে মাইক্রোফোন তো কোনও হাতে ব্যাডমিন্টনের র‍্যাকেট আবার কোনও হাতে টেথোস্কোপ,কোনও হাতে আবার হাতা,খুন্তি।এই পুজো এবার ৩১ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম ‘আমরা নারী, আমরাও পারি’। মূলত,মহিলারা যে আজ আর গৃহস্থ জীবনের মধ্যে বন্দি নেই, তারা আজ বিভিন্ন কর্মক্ষত্রে প্রতিষ্ঠিত এই বার্তা দিতেই দুর্গার দশ হাতে দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন কর্মক্ষত্রের ভিন্ন ভিন্ন প্রতীক।

পাশাপাশি মণ্ডপে লতা মঙ্গেশকার, সানিয়া মির্জা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের ছবি মণ্ডপের কোনায় কোনায় সাজিয়ে রাখা হয়েছে।

Next Article