Bandel Station: ভোল বদলাবে ব্যান্ডেলের, সেজে উঠবে রাজ্যের একগুচ্ছ স্টেশন

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Feb 27, 2024 | 11:51 PM

Bandel Station: জোর দেওয়া হচ্ছে আন্ডারপাস তৈরি, লেভেল ক্রসিংয়ে থাকা গেটের সুরক্ষা ব্যবস্থায়। জোর দেওয়া হচ্ছে রেলের সার্বিক নিরাপত্তার উপরেও। পূর্ব রেলে ৩১টি আন্ডারপাসের জন্য মোট খরচ হতে চলেছে ১২৩.৫২ কোটি টাকা।

Bandel Station: ভোল বদলাবে ব্যান্ডেলের, সেজে উঠবে রাজ্যের একগুচ্ছ স্টেশন
ব্যান্ডেল স্টেশন
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: অমৃত ভারত স্টেশন প্রকল্পের হাত ধরে নতুন মোড়কে সেজে উঠবে বাংলার একের পর এক স্টেশন। ইতিমধ্যেই সেই কাজ হাত লাগিয়েছে পূর্ব রেল। তালিকায় আছে ব্যান্ডেল, চন্দননগর, ডানকুনি, নৈহাটি, গেদে, বনগাঁ, বালুরঘাট-সহ রাজ্যের ৪৫টি রেল স্টেশন। সোমবার অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের শিলান্যাস হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ভার্চুয়ালি মোদীর সেই অনুষ্ঠান চললেও সোমবার সেই শিলান্যাসের অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ-সহ রেলের পদস্থ কর্তারা। 

তালিকায় শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদহের ২৮টি স্টেশন রয়েছে। এরমধ্যে শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনের জন্য খরচ হতে চলেছে ১২১.৪৭ কোটি টাকা। হাওড়া ডিভিশনের জন্য খরচ হতে চলেছে ৭৮.১৪ কোটি টাকা। আসানসোল ডিভিশনের জন্য খরচ হতে চলেছে ৯৩.৭১ কোটি টাকা। মালদহ ডিভিশনের জন্য খরচ হতে চলেছে ১০৪ কোটি টাকা। 

জোর দেওয়া হচ্ছে আন্ডারপাস তৈরি, লেভেল ক্রসিংয়ে থাকা গেটের সুরক্ষা ব্যবস্থায়। জোর দেওয়া হচ্ছে রেলের সার্বিক নিরাপত্তার উপরেও। পূর্ব রেলে ৩১টি আন্ডারপাসের জন্য মোট খরচ হতে চলেছে ১২৩.৫২ কোটি টাকা। বিশেষ জোর দেওয়া হচ্ছে ব্যান্ডেল স্টেশনের উন্নতিতে। বিশ্বমানের স্টেশনের রূপ দিতে ঢালা হচ্ছে বড় অঙ্কের টাকা। ৩ মিটার চওড়া পার্সেল ফুট ওভার ব্রিজ, ৬ মিটার চওড়া অ্যারাইভাল ফুট ওভার ব্রিজ, ৩৬ মিটার চওড়া ডিপার্চার ফুড প্লাজা নির্মাণ হবে এই ব্যান্ডেলেই। একইসঙ্গে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি আরও একাধিক অত্যাধুনিক সুবিধা মিলতে চলেছে এই স্টেশনে। শুধুমাত্র ব্যান্ডেলের জন্যই বরাদ্দ ৩০৭ কোটি টাকা।

Next Article