Bhadreswar: ফেসবুকে ভাইরাল শিশুর দেহ উদ্ধার খালে! ভদ্রেশ্বরের ঘটনায় বুকে কাঁপুনি বাংলার অভিভাবকদের

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 20, 2024 | 4:43 PM

Bhadreswar: ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এক শিশু নিখোঁজ ছিল।শিশুর নাম আরাধ্যা রাম। বয়স এক বছর নয় মাস। বিকালে বাড়ির কাছে খেলা করছিল শিশুটি। সন্ধ্যার পর থেকে আর তার খোঁজ মিলছিল না।ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানানো হয়।

Bhadreswar: ফেসবুকে ভাইরাল শিশুর দেহ উদ্ধার খালে! ভদ্রেশ্বরের ঘটনায় বুকে কাঁপুনি বাংলার অভিভাবকদের
ভাইরাল শিশুর দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়েছিল ১ বছর ৯ মাসের শিশুটি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল তার ছবি। নিখোঁজ শিশুর সন্ধান মিললে কোন নম্বর যোগাযোগ করা হবে, তাও উল্লেখ করে দেওয়া হয়েছিল সামাজিক মাধ্যমে। ঝড়ের গতিতে শেয়ার হয়েছে সেই পোস্ট। ফেসবুকে দেওয়ালে অনেক লেখালেখিও হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সেই শিশুর দেহ উদ্ধার হল খাল থেকে। ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হল খুঁড়িগাছি খাল থেকে।

ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এক শিশু নিখোঁজ ছিল।শিশুর নাম আরাধ্যা রাম। বয়স এক বছর নয় মাস। বিকালে বাড়ির কাছে খেলা করছিল শিশুটি। সন্ধ্যার পর থেকে আর তার খোঁজ মিলছিল না।ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানানো হয়।

ভদ্রেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় তল্লাশি শুরু হয়। বাড়ির কাছে খাল রয়েছে, সেই খালে তল্লাশির পাশাপাশি ঝোপঝাড়-জঙ্গলেও তল্লাশি চলে। পাতকুয়ার জল সেচ করেও দেখা হয়। ড্রোন ক্যামেরার দিয়ে চলে তল্লাশি। তবুও কোনও খোঁজ মিলছিল না শিশুটির। সামাজিক মাধ্যমে তার ছবি দিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। তাতে বলা হয়, ‘বাচ্চাটি চুরি গিয়েছে’ বলে।

বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে খুঁড়িগাছি খালে ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যেখানে গতকাল পুলিশ তল্লাশি চালিয়েছিল সেখান থেকে কিছুটা দূরে।ভদ্রেশ্বর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির বাইরে খেলছিল শিশুটি। পাশেই খাল। খালের ধারের রাস্তা দিয়ে পাশের বাড়িতে যেত শিশুটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শিশুটি কোনওভাবে খালে পড়ে গিয়েছে। তাতেই দুর্ঘটনা।

Next Article