রঞ্জিত ধর
চুঁচুড়া: তরতাজা জলজ্যান্ত প্রাণটা চলে গেল এক নিমেষেই। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণীর। জানা গিয়েছে,অনলাইনে বাইক বুক করে তিনি নিউটাউন থেকে ফিরছিলেন। সেই সময় দ্রুত গতিতে থাকা ওই বাইকটি ধাক্কা মারে একটি ট্যাক্সির পিছনে। বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম প্রিয়সী পাল (২২)।
হুগলির চুঁচুড়ার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী এলাকায় তিনি থাকতেন। সাংবাদিকতা নিয়ে এমএ করছিলেন অসমের তেজপুর বিশ্ববিদ্যালয় থেকে। নিউটাউনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি ইন্টার্নশিপ করছিলেন।
জানা গিয়েছে, শনিবার বাড়ি ফেরার জন্য তিনি একটি বাইক বুক করেন। সেই মতো বাইকে চড়ে নারকেল বাগানের দিক থেকে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন। ইকোপার্ক এক নম্বর গেটের কাছে আসতেই দ্রুত গতিতে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির পিছনে। তখনই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ওই তরুণী। চালকও বাইক থেকে ছিটকে পড়েন।
আহত দু’জন কর্তব্যরত পুলিশ কর্মীরা উদ্ধার করে চিনারপার্কের সামনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই প্রিয়সীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে, আহত যুবক সৃজন বিশ্বাস ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ। প্রিয়সীর মা মৌসুমী পাল জানান, “সন্ধ্যে সাতটা নাগাদ হাসপাতাল থেকে ফোন আসে। জানানো হয় ওর দুর্ঘটনা ঘটেছে। এরপর আমি ওর বন্ধুদের ফোন করি। আমি গিয়ে আর দেখতে পাইনি।”