সিঙ্গুর: লোকসভা নির্বাচনের পরপরই শুরু হয়েছে সমবায় সমিতির নির্বাচন। আর সেই নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বেশ কয়েকজন বাম নেতা কর্মীকেও মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ঘটনাটি সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবার কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের নির্বাচন। রবিবার সেই ভোট শুরু হয় সকাল এগারোটা থেকে। মোট ৪৫টি আসনের লড়াই। সিপিএম ও তৃণমূল সব আসনে লড়াই করছে। বিজেপি এগারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিরোধীদের অভিযোগ, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গেই বিরোধী এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় বুথ থেকে। পুলিশের সামনেই বহিরাগতদের নিয়ে এসে অবাধে ছাপ্পা ভোট মারতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে গুরুতর আহত একজন সিপিএম এজেন্ট। তাঁকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতা গোবিন্দ ধারা বলেন, “এখানে ভোট চলছে শান্তিপূর্ণভাবে। কোনও অশান্তির খবর নেই। ওরা ভোট পাবে না বলে এই সব বলছে।”