Singur: শুরু থেকে এখনও বামেদের দখলে! রবিবাসরীয় ভোটে কি ‘খেলা’ ঘুরবে সিঙ্গুরে

Sanath Majhi | Edited By: Soumya Saha

Jun 23, 2024 | 5:41 PM

Cooperative Election: গোটা রাজ্যে যখন তৃণমূল-বিজেপির মধ্যে ভোটের মেরুকরণের ছাপ, তার মধ্যেও এই সমবায়টি দখলে রয়েছে বামেদের। শুধু এখন বলে নয়, এই সমবায়ের সূচনা পর্ব থেকেই বামেদেরই একচ্ছত্র দাপট এখানে। এবারও কি একই থাকবে ছবি? নাকি আসবে বদল? লোকসভা ভোটের ছাপ কি পড়বে সমবায়ের ভোটে?

Singur: শুরু থেকে এখনও বামেদের দখলে! রবিবাসরীয় ভোটে কি খেলা ঘুরবে সিঙ্গুরে
সিপিএমের পতাকা
Image Credit source: Facebook

Follow Us

সিঙ্গুর: লোকসভা ভোট মিটেছে। হুগলি হাতছাড়া হয়েছে বিজেপির। আসন পুনরুদ্ধার করেছে তৃণমূল। হুগলিতে ভোট নিয়ে যতবার কথা হয়, ততবার ঘুরে ফিরে আসে সিঙ্গুর প্রসঙ্গ। লোকসভা ভোট মিটতে না মিটতেই এবার ফের ভোটের হাওয়া সিঙ্গুরে। সৌজন্যে সমবায় নির্বাচন। সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট রয়েছে রবিবার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গোটা রাজ্যে যখন তৃণমূল-বিজেপির মধ্যে ভোটের মেরুকরণের ছাপ, তার মধ্যেও এই সমবায়টি দখলে রয়েছে বামেদের। শুধু এখন বলে নয়, এই সমবায়ের সূচনা পর্ব থেকেই বামেদেরই একচ্ছত্র দাপট এখানে। এবারও কি একই থাকবে ছবি? নাকি আসবে বদল? লোকসভা ভোটের ছাপ কি পড়বে সমবায়ের ভোটে? সেই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে সিঙ্গুরের আনাচে কানাচে।

সেই ১৯৮৯ সাল, যখন থেকে সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের এই গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পথ চলা শুরু হয়েছিল, তখন থেকে এই সমবায়ে লাল ঝান্ডা উড়েছে। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে রয়েছে মোট ৪৫টি আসন। গতবার ২০১৮ সালে শেষ সমবায় ভোটে ৪৫টি আসনের মধ্যে ৩৩টি আসন ছিল বামেদের দখলে। তৃণমূল সমর্থিত প্যানেল পেয়েছিল ১২টি আসন। এবারের ভোটেও ৪৫টি আসনে লড়াই হচ্ছে। তার মধ্যে সিপিএম সমর্থিত প্যানেল ও তৃণমূল সমর্থিত প্য়ানেল লড়ছে সবগুলি আসনেই। বিজেপি সমর্থিত প্যানেল লড়ছে ১১টি আসনে।

রবিবার সকাল থেকে পুলিশি নজরদারিতে চলছে সমবায়ের ভোটপর্ব। মোট তিনটি সংসদের ১৪ টি বুথে চলছে ভোটগ্রহণ। সমবায়ের মোট ভোটার রয়েছেন ২২৬৭ জন। সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো।

Next Article