হুগলি: একুশের বিধানসভা ভোটে তাঁদের ‘বিজেমূল তত্ত্ব’ ভুল ছিল বলে মেনে নিয়েছেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সম্প্রতি রাজ্য সিপিএম আনুষ্ঠানিক ভাবেও এই ভুল স্বীকার করেছে। তবে তৃণমূল ও বিজেপি-কে এক সারিতেই বসালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। একইসঙ্গে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে চেষ্টা করা মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) বিঁধতে ছাড়লেন না প্রবীণ বাম নেতা। বললেন, “একদিকে বিরোধীদের এক হবার ডাক দিচ্ছেন (পড়ুন মমতা) আর অগণতান্ত্রিক কার্যকলাপে যুক্ত থাকছেন। দুটো একসঙ্গে হয় না।”
রবিবার রাজ্যের প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী তথা সম্প্রতি প্রয়াত সুদর্শন রায় চৌধুরীর স্মরণে শ্রীরামপুর রবীন্দ্র ভবনে এক সভার আয়োজন করেছিল সিপিএম। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বক্তব্য করতে গিয়ে রাজ্যের শাসক দলকে বিমানের খোঁচা, “মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এক হবার ডাক দিচ্ছেন। আর অগণতান্ত্রিক কার্যকলাপে যুক্ত থাকছেন। দুটো একসঙ্গে হয় না।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক পদ্ধতি প্রকরণ মেনে যারা চলতে পারে, সেই একমাত্র বিরোধীদের এক হবার কথা বলতে পারে। বিরোধীদের আক্রমণের ক্ষেত্র বিশেষে বামপন্থীরা একভাবে দেখে, আর ডানপন্থীরা একভাবে।” একই সঙ্গে বিমানবাবুর সংযুক্তি, “কিন্তু আজকে দেশের অভ্যন্তরে বিজেপির যে সাম্প্রদায়িক কার্যকলাপ, যে ফ্যাসিবাদি কার্যকলাপ তার বিরুদ্ধে সব বিরোধীকে এক হতে হবে।”
এদিকে বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে পাখির চোখ করেছে তৃণমূল। সংগঠন বাড়ানোর চেষ্টা করছে তারা। তবে বিপ্লব দেবের রাজ্যে তৃণমূল নেতাদের ওপর হামলায় যখন তাদের পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা সিপিএম। তৃণমূল নেতাদের ‘সাহস’-এর ভূয়সী প্রশংসা করছেন প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার, তখন তৃণমূল ও বিজেপিকে একই পংক্তিতে ফেলে আক্রমণ শানালেন বিমান। তাঁর কথায়, “বিজেপি সব জায়গায় গণতন্ত্র হত্যা করে, গণতন্ত্র কেড়ে নেয়। আমাদের রাজ্যে তৃণমূল বামপন্থীদের অধিকার কেড়ে নিচ্ছে। আর ত্রিপুরাতে বিজেপি সরকার। কিন্তু কাজের ক্ষেত্রে এরা উভয়েই এক।” অর্থাৎ, অদূর ভবিষ্যতে ত্রিপুরায় ঘাসফুল ও কাস্তে-হাতুড়ি একজোট হবে কিনা এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন তৃণমূল ও বিজেপিকে বিরোধী হিসাবেই দেখছেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
বিমান এও বলেন, “কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, বিশাল ভারতে বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করতে চায় তাদের জোট বেঁধে লড়াই করা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু গণতন্ত্র আক্রান্ত সেহেতু বিরোধীদের আলাদা ভাবে কাজ করতে হবে। বিজেপি সব জায়গায় গণতন্ত্র হত্যা করে। গণতন্ত্র কেড়ে নেয়। আমাদের রাজ্যে তৃণমূল বামপন্থীদের অধিকার কেড়ে নিচ্ছে। ত্রিপুরাতে বিজেপি সরকার। কিন্তু কাজের ক্ষেত্রে উভয়েই এক।”
তাহলে বিজেপি বিরোধী লড়াইয়ে বিরোধীদের কাউকে মুখ করা যায় কি? এ নিয়ে বামেরা কী ভাবছে? সাংবাদিকদের এই প্রশ্নে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, “পথ চলতে চলতে গেলে পথ কেটে পথ তৈরি হয়। আগে থেকে কিছু বলা যায় না।”
পাশাপাশি, পুরশুড়া ভ্যাকসিন দূর্নীতি কাণ্ড নিয়েও তৃণমূলকে বিঁধে বিমান বসু বলেন, “পশ্চিমবঙ্গে ভ্যাকসিন স্বাস্থ্যকর্মীদের হাতে থাকার কথা। কিন্তু তৃণমূল কর্মীদের হাতে চলে যাচ্ছে ভ্যাকসিন। এটাও ভয়ঙ্কর বিপদ।” আরও পড়ুন: কাটমানি, স্বজন-পোষণের অভিযোগ ঘোচাতে তৃণমূলের ‘দুর্নীতি দমন কমিটি’, বিজেপি বলল…