Chinsura: সবে সন্ধে হয়েছে, সাদা কৌটো দেখে গঙ্গার ঘাটে তুমুল চেঁচামেচি, ‘ভয়ে ভয়ে’ ঢাকা খুলতেই মাথায় হাত বম্ব স্কোয়াডের

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 08, 2024 | 9:16 AM

Chinsura: ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে। প্রতিদিনের মতো অনেক লোকজন। কেউ হাওয়া খেতে এসেছেন, তো কেউ চা। ঘাটের পাশে একটি জলের কলের সামনে সাদা রঙের ক্যান পড়ে থাকতে দেখা যায়। সে সময় গঙ্গার ঘাটে যারা ঘুরতে আসেন শহরের নাগরিক তারাই চুঁচুড়া থানায় ফোন করে খবর দেন।

Chinsura: সবে সন্ধে হয়েছে, সাদা কৌটো দেখে গঙ্গার ঘাটে তুমুল চেঁচামেচি, ভয়ে ভয়ে ঢাকা খুলতেই মাথায় হাত বম্ব স্কোয়াডের
কী আছে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চুঁচুড়া: বুধবার রাত্রিবেলা অন্নপূর্ণা ঘাটে তুমুল হইচই। কেন? একটা কৌটোকে ঘিরে। কেউই তাঁর ধারের কাছে ঘেঁষতে চাইছে না। কারণ, ততক্ষণে সন্দেহ হয়েছিল তার ভিতরে রয়েছে বোমা। এবার এবার জল এতটাই গড়ায় যে কার্যত পুলিশ ছুটো আসে সেখানে। সন্দেহজনক বস্তুতটি ঘিরে চলে বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ। তারপর খবর দেওয়া হয় বম্বস্কোয়াডকে। আদৌ কি বোমা ছিল কৌটোতে?

ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে। প্রতিদিনের মতো অনেক লোকজন। কেউ হাওয়া খেতে এসেছেন, তো কেউ চা। ঘাটের পাশে একটি জলের কলের সামনে সাদা রঙের ক্যান পড়ে থাকতে দেখা যায়। সে সময় গঙ্গার ঘাটে যারা ঘুরতে আসেন শহরের নাগরিক তারাই চুঁচুড়া থানায় ফোন করে খবর দেন। এরপরই চুঁচুড়া থানার পুলিশ যায় ঘটনাস্থলে। বম্ব স্কোয়াডে খবর যায়। তারপর তারা পরীক্ষা করার পর কৌটো খুলে দেখেন তার মধ্যে রয়েছে গঙ্গাজল। কেউ হয়ত ভুলে ফেলে রেখে গিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শঙ্খ শুভ্র ঘোষ বলেন,”অন্নপূর্ণা ঘাটে সন্ধ্যার পর অনেকেই ঘুরতে আসেন। একটু বিশ্রাম নেন চা খান। ঘাটের পাশেই এডিএম এর বাংলো রয়েছে। তার সামনেই এই ধরনের ক্যান পড়ে থাকায় স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়ায়। আমরাই পুলিশে খবর দিই। পুলিশ এসে জানায় গঙ্গাজল কেউ রেখে গিয়েছেন।”

Next Article