উত্তরপাড়া: শোরুম থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় ফোনে কথা বলছিলেন যুবতী। তারই মধ্যে ভর সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। আচমকা তাঁর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যান এক যুবক। হুগলির উত্তরপাড়ার ঘটনা। পালাতে গিয়ে ধরা পড়ে যান ওই যুবক। উত্তমমধ্যম প্রহার খেতে হয় তাঁকে। তখনই আসল কথাটা বলে ফেলেন তিনি।
উত্তরপাড়ার কলেজ মোড়ের সামনে বহুজাতিক সংস্থার বিপনীতে কাজ করেন ওই যুবতী। ভদ্রকালী এলাকার বাসিন্দা তিনি। কাজ শেষ করে টোটো ধরার জন্য জিটি রোডের পাশে দাঁড়িয়ে ছিলেন। বাড়িতে ফোন করার জন্য ফোন হাতে নিয়েছেন। হঠাৎ এক যুবক এসে তাঁর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ছুট লাগান।
যুবতীও তাঁর পিছনে পিছনে ধাওয়া করতে থাকেন ও ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। জিটি রোড থেকে একটা গলির ভিতর ঢুকে পড়েন যুবক। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলে। যুবতীর মোবাইল উদ্ধার করা হয়। উত্তম-মধ্যম প্রহারও জোটে যুবকের। পরে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে।
যুবকের নাম শাহবাজ খান। হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার বাসিন্দা তিনি। ধরা পড়ার পর তিনি বলেন, “আসলে রিল বানানো হচ্ছিল। এক বন্ধু আমাকে বলে, মোবাইল ছিনিয়ে ছুট দিতে। প্রথমবার আমি এমন করলাম। আমাকে মারতে দেখে আমার বন্ধু পালিয়ে গিয়েছে।” যুবকের দাবি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যুবতী। পুলিশি নিরাপত্তা বাড়াতে বলেছেন তিনি।