Khanakul: ত্রাণ বণ্টন নিয়েও দুর্নীতির অভিযোগ, বিজেপিকে কাঠগড়ায় তুলল তৃণমূল

Tanmoy Bairagi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 07, 2024 | 4:43 PM

Khanakul: শাসক শিবিরের দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি তৃণমুল পরিচালিত পঞ্চায়েতগুলি ও পঞ্চায়েত সমিতির সদস্যদের বঞ্চিত করা হচ্ছে। উল্লেখ্য,গত মঙ্গলবার এই একই দাবিতে খানাকুল বিধায়কের নেতৃত্বে খানাকুল ১ ব্লকে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।

Khanakul: ত্রাণ বণ্টন নিয়েও দুর্নীতির অভিযোগ, বিজেপিকে কাঠগড়ায় তুলল তৃণমূল
খানাকুলে ত্রাণ নিয়ে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

খানাকুল: বন্যা দুর্গতদের এলাকা খানাকুল। প্রতিবছরই বৃষ্টির জেরে ভেসে যায় এলাকা। আর সেখান থেকেই উঠল ত্রাণ নিয়ে বৈষম্যর অভিযোগ। ত্রাণ বণ্টন থেকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের। যা নিয়ে বিক্ষোভ দেখাল শাসক শিবির।

শাসক শিবিরের দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি তৃণমুল পরিচালিত পঞ্চায়েতগুলি ও পঞ্চায়েত সমিতির সদস্যদের বঞ্চিত করা হচ্ছে। উল্লেখ্য,গত মঙ্গলবার এই একই দাবিতে খানাকুল বিধায়কের নেতৃত্বে খানাকুল ১ ব্লকে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। যদিও, খানাকুলের জন্য পর্যাপ্ত ত্রাণ পাঠানো হয়েছে। যাতে সঠিক বণ্টন হয়। বিষয়টি নিয়ে জানিয়েছেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য।

এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্য নুর নবি মণ্ডল বলেন, “বিজেপির লোকজন ফূর্তি করছে। সরকারিভাবে যে ত্রাণ আসছে তা ওরা লুঠ করছে।ওদের দুটো মাত্র পঞ্চায়েত সমিতির মেম্বার বেশি আছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনও সময় চাইলে পঞ্চায়েত দখল করেই নিতাম।” অপরদিকে, খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উমেশ অধিকারী বলেন, “খানাকুল বন্যা কবলিত এলাকা। এখানকার বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে। আর আমরা ত্রাণ সমবণ্টন করেছি। এই সব অভিযোগ মিথ্যা।”

Next Article