Chandannagar College: কলেজের অনুষ্ঠান কে করবে? তা নিয়েই ‘গোষ্ঠীকোন্দল’, গ্রেফতার তৃণমূল ছাত্র নেতা সোমবুদ্ধ

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2023 | 12:38 PM

Chandannagar College: উল্লেখ্য, গত ২০ মার্চ সোমবুদ্ধ দত্তকে সরিয়ে হুগলি-শ্রীরামপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয় উত্তরপাড়ার শুভদীপ মুখোপাধ্যায়কে। তাঁর গোষ্ঠী যদিও কলেজে সক্রিয় রয়েছে।

Chandannagar College: কলেজের অনুষ্ঠান কে করবে? তা নিয়েই গোষ্ঠীকোন্দল, গ্রেফতার তৃণমূল ছাত্র নেতা সোমবুদ্ধ
গ্রেফতার সোমবুদ্ধ দত্ত

Follow Us

হুগলি: চন্দননগরে গ্রেফতার তৃণমূল ছাত্র নেতা সোমবুদ্ধ দত্ত। চন্দননগর গভর্মেন্ট কলেজে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়। কলেজে ‘অনুষ্ঠান’ কারা করবে, তা নিয়ে গত কয়েক কয়েকদিন ধরে অশান্তি চলছিল। বুধবার সোমবুদ্ধ গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা মিছিল করে চন্দননগর থানায় ডেপুটেশন দেয়। এরপর কলেজের সামনে ফিরতেই দু’পক্ষের মধ্যে মারামারি হয়। পুলিশ গিয়ে বেশ কয়েক জনকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে ছাত্রনেতা সোমবুদ্ধ দত্ত-সহ তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের চন্দননগর আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, গত ২০ মার্চ সোমবুদ্ধ দত্তকে সরিয়ে হুগলি-শ্রীরামপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয় উত্তরপাড়ার শুভদীপ মুখোপাধ্যায়কে। তাঁর গোষ্ঠী যদিও কলেজে সক্রিয় রয়েছে। টিএমসিপির সেই গোষ্ঠী অনুষ্ঠান নিয়ে সক্রিয়তা দেখানোয় সোমবুদ্ধর বিরুদ্ধ গোষ্ঠীর ছাত্ররা তা মেনে নিতে পারেনি। কলেজের অবজার্ভার সুইটি কোলের অভিযোগ, বহিরাগত কয়েকজন গিয়ে তাঁদের উপর আক্রমণ করেন। যাঁরা গত কয়েকদিন ধরে কলেজের বাইরে তাঁদের উত্ত্যক্ত করছিলেন। চন্দননগর থানায় মিছিল করে এর প্রতিবাদে ডেপুটেশন দিয়ে কলেজে ফেরার সময় তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।

দুই ছাত্রী আহত হয়।পুলিশ গিয়ে কলেজের সামনে থেকে দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “কলেজের বাইরে বহিরাগতদের সঙ্গে কলেজ ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটা গন্ডোগোল হয়েছে। সেখানে সোমবুদ্ধ ছিল। দলের কোনও ব্যাপার নয়।পুলিশ আইনত ব্যবস্থা নেবে।” তারপর রাতেই গ্রেফতার করা হয় সোমবুদ্ধকে।

Next Article