চণ্ডীতলা: সম্প্রতি উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা ছেলেধরা গুজবে তোলপাড় হয়েছিল। এবার সেই রেশ পড়ল হুগলিতেও। চণ্ডীতলা থানার জনাই এলাকায় ছেলেধরা গুজব ছড়াল। এক মূক ও বধির পুরুষ ও মহিলার সঙ্গে একটি শিশুকে দেখে ছেলেধরা গুজব রটে। তবে অপ্রীতিকর ঘটনার আগেই পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন জানাই এলাকায় এক মহিলা রেজিনা বিবি ও মূক বধির পুরুষ সঙ্গী রফিকুল মল্লিকের সঙ্গে একটি শিশুকে দেখে এলাকায় ছেলেধরা গুজব রটে যায়। এরপরই পুলিশ এসে শিশু সহ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জন সম্পর্কে স্বামী স্ত্রী। শিশুটি তাঁদেরই সন্তান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি সুন্দরবন এলাকায়। আজ শিয়ালদহ থেকে ট্রেনে চড়ে জানাই নামেন ওই মহিলা এবং পুরুষ। এরপর তাঁরা এক আত্মীয়র ঠিকানা জিজ্ঞাসা করছিলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। রফিকুল মূক ও বধির হওয়ার কারণে কোনও কথা বলতে পারছিলেন না। এই কারণেই ছেলে ধরা গুজব রটে যায় এলাকায় বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার আগেই শিশু সহ দুজনকে জানাই স্টেশনে আটকে রেখে থানায় খবর দেয় স্থানীয়রাই।