খানাকুল: লোকসভা ভোটের পর থেকে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ আসছিল ভোট পরবর্তী হিংসার। কেন্দ্রের বিজেপির প্রতিনিধি দল এলাকা ঘুরেও গিয়েছেন। এবার হুগলির খানাকুলে পৌঁছলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে আজ একাধিক এলাকা পরিদর্শন করলেন তিনি।
এ দিন, শুভেন্দু অধিকারীকে বৃষ্টির মধ্যেই ছাতা হাতে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে শোনা যায়। পলাশপাই,মুস্তাফাপুর, বলপাই,খুনিয়াচক সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। সমর্থকদের অভাব-অভিযোগ সবটাই মনযোগ দিয়ে শোনেন।
আজ শুভেন্দু অধিকারী দাবি করে বলেন, “আরামবাগ লোকসভায় হারিনি আমরা। হারানো হয়েছে। আমাকে এআরও টেবিলে ছিলেন। কাস্টটমস অফিসার তিনি আমায় দশটা বুথের নম্বর দিয়ে দিয়েছে। বিজেপির পাওয়া ভোট তৃণমূলের খাতায় দিয়ে দিয়েছে। আর বিজেপির পাওয়া ভোটে তৃণমূলের খাতায় লেখা হয়েছে।” প্রসঙ্গত, আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন মিতালী বাগ। এখানে তিনি তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরকে ৭ লক্ষ ১২৫ হাজার ৮৭ ভোটে পরাজিত করেন তিনি। অরূপের প্রাপ্ত ভোট ৭ লক্ষ ৬১ হাজার ৮৮।