দরজা ভেঙে উদ্ধার কোভিড আক্রান্ত একাকী বৃদ্ধাকে, হাসপাতালে নিয়ে গিয়েও হল না শেষ রক্ষা!

May 07, 2021 | 2:00 PM

কোভিডে মর্মান্তিক ছবি চুঁচুড়ায় (Chinchurah)। কোভিডে (COVID) আক্রান্ত বৃদ্ধাকে দরজা ভেঙে উদ্ধার করেও শেষ রক্ষা হল না।

দরজা ভেঙে উদ্ধার কোভিড আক্রান্ত একাকী বৃদ্ধাকে, হাসপাতালে নিয়ে গিয়েও হল না শেষ রক্ষা!
নিজস্ব চিত্র

Follow Us

চুঁচুড়া: কোভিডে মর্মান্তিক ছবি চুঁচুড়ায় (Chinchurah)। কোভিডে (COVID) আক্রান্ত বৃদ্ধাকে দরজা ভেঙে উদ্ধার করেও শেষ রক্ষা হল না।

চুঁচুড়ার ফুলপুকুরের বাসিন্দা বছর ছিয়াত্তরের আভা দত্ত বাড়িতে একাই থাকতেন। তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। তাঁর ছেলে বৌমা থাকেন চুঁচুড়া শহরেই নারকেল বাগানে। ছেলে অভিজিৎ ও তাঁর স্ত্রী দুজনেই কোভিডে আক্রান্ত হয়ে গৃহবন্দি।বৃহস্পতিবার সকালে অভিজিৎ জানতে পারেন, তাঁর মায়ের কোভিড হয়েছে। বিকালে শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার। এই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। তিনি ‘চুঁচুড়া আরোগ্য’ স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করে সাহায্য চান।

আরোগ্যর সদস্যরা কিছুক্ষণের মধ্যেই ফুলপুকুরে পৌঁছে যান। তাঁরা দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। জানালা দিয়ে বৃদ্ধাকে ডাকতে গিয়ে তাঁরা দেখেন বিছানা থেকে ওষুধ নিতে গিয়ে পড়ে যাচ্ছেন। আরোগ্যর সদস্যরা তাঁকে বিছানাতেই বসে থাকতে বলেন। কিন্তু শারীরিক সক্ষমতা না থাকায় বৃদ্ধা মেঝেতে লুটিয়ে পড়েন। দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ফোন করলেই অক্সিজেন নিয়ে বাড়িতে ছুটবে অ্যাম্বুলেন্স, আজ থেকে শহরে ‘অক্সিজেন অন হুইলস’

বৃদ্ধার ছেলে বলেন, “মায়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে জানতে পেরে আরোগ্যকে খবর দিয়েছিলাম। তারা চেষ্টা করেছে। সময়মত একটু অক্সিজেন পেলে হয়তো মাকে বাঁচানো যেত। কিন্তু কোভিডে সেই সময়টাই বড় হয়ে দেখা দিচ্ছে।” আফসোস রয়েছে আরোগ্যর সদস্যদের। তাঁদের আবেদন, এই সময়ে কোনও বৃদ্ধা বৃদ্ধাকে একা বাড়িতে যেন কেউ না রাখেন।

Next Article