Sarada Devi: সারদা দেবীর ১৭২তম জন্মতিথিতে জয়রামবাটি-কামারপুকুরে উপচে পড়ছে ভিড়, একই ছবি বেলুড় মঠেও

Subrata Banerjee | Edited By: জয়দীপ দাস

Dec 22, 2024 | 1:42 PM

Sarada Devi: একই ছবি বেলুড় মঠেও। সারদা দেবীর ১৭২তম জন্মতিথি উদযাপনে মহাসমারোহে চলছে পুজো। দূর-দূরান্ত থেকে আসছেন ভক্তরা। ভোর ৪টে বেজে ৪৫ মিনিটে সারদা দেবীর মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে সূচনা হয়েছে মূল অনুষ্ঠানের।

Sarada Devi: সারদা দেবীর ১৭২তম জন্মতিথিতে জয়রামবাটি-কামারপুকুরে উপচে পড়ছে ভিড়, একই ছবি বেলুড় মঠেও
ভিড় সর্বত্রই
Image Credit source: TV 9 Bangla

Follow Us

হীরক মুখোপাধ্যায়, সুব্রত বন্দ্যোপাধ্যায়, তন্ময় বৈরাগীর রিপোর্ট 

হুগলি: মা সারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে মহা সমারোহে পালিত হচ্ছে সারদা দেবীর ১৭২তম জন্মতিথি। এদিন সকাল থেকেই উৎসব উপলক্ষে জয়রামবাটি মাতৃমন্দিরে ছিল সাজো সাজো রব। ভোরে বিশেষ পুজোর মাধ্যমে শুরু হয় এই উৎসব। এরপর চলে বিশেষ শোভাযাত্রা ও প্রভাতফেরি। মাতৃমন্দির থেকে শুরু হওয়া এই প্রভাতফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের মাতৃমন্দিরেই শেষ হয়। 

এদিন দিনভর মাতৃমন্দিরে বিশেষ পুজো, পাঠ, নাম গান ও বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পবিত্র দিনে উৎসবে সামিল হতে শুধু এ রাজ্য নয়,  ভিন রাজ্য থেকেও অসংখ্য পূণ্যার্থী মাতৃমন্দিরে এসে হাজির হয়েছেন। একই ছবি মাত্র ৬ কিলোমিটার দূরের কামারপুকুরেও। সারদা দেবীর ১৭২তম জন্ম তিথি পালন করা হচ্ছে হুগলির পূণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বিশেষ পুজোও শুরু হয়। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ভক্তরা জয়রামবাটির পাশাপাশি কামারপুকুরেও আসছেন। কামারপুকুরে ভোর রাত থেকেই চলছে সারদা দেবীর ভক্তিগীতি। 

এই খবরটিও পড়ুন

একই ছবি বেলুড় মঠেও। সারদা দেবীর ১৭২তম জন্মতিথি উদযাপনে মহাসমারোহে চলছে পুজো। দূর-দূরান্ত থেকে আসছেন ভক্তরা। ভোর ৪টে বেজে ৪৫ মিনিটে সারদা দেবীর মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে সূচনা হয়েছে মূল অনুষ্ঠানের। চলছে স্তবগান, ভজন, মাতৃ সংগীত, পদাবলী, কীর্তন, গীতিনাট্য, বাউল গান। ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় হবে সন্ধ্যারতি। 

Next Article