Cyber Crime: এক ফোনেই চার লাখ! প্রাক্তন কেন্দ্রীয় কর্মীর ভাগ্যে যা ঘটল

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 11, 2024 | 3:28 PM

Cyber Crime: প্রভাতের বয়ান অনুযায়ী,  তাঁর উত্তরপাড়ার একটি বেসরকারি ব্যাঙ্কে  সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। বুধবারই তাঁর কাছে একটি ফোন আসে। ওই ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে ফোন করেন। বলা হয় KYC আপডেট করতে হবে। একটা ওটিপি গিয়েছে, সেটা বলতে।

Cyber Crime: এক ফোনেই চার লাখ! প্রাক্তন কেন্দ্রীয় কর্মীর ভাগ্যে যা ঘটল
প্রতারিত অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  KYC আপডেট করার নামে ফোন এসেছিল। আর ফোন কাটতেই উধাও ৪ লক্ষ ৭৬ হাজার টাকা। প্রতারণার শিকার উত্তরপাড়ার  প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মী। ইতিমধ্যেই চন্দননগর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন তিনি।  উত্তরপাড়া ভদ্রকালীর ৮৯ রামলাল দত্ত রোডের বাসিন্দা প্রভাত কুমার সরকার কেন্দ্র সরকারের অডিট বিভাগের প্রাক্তন কর্মী।

প্রভাতের বয়ান অনুযায়ী,  তাঁর উত্তরপাড়ার একটি বেসরকারি ব্যাঙ্কে  সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। বুধবারই তাঁর কাছে একটি ফোন আসে। ওই ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে ফোন করেন। বলা হয় KYC আপডেট করতে হবে। একটা ওটিপি গিয়েছে, সেটা বলতে।

প্রভাত প্রথমে ওটিপি দিতে অস্বীকার করেন। প্রতারক তাঁকে বোঝান, ওটিপি না দিলে কেওয়াইসি আপডেট হবে না। সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।এরপর ওটিপি দিতে থাকেন আর পরপর চার বারে মোট ৪ লক্ষ ৭৬ হাজার ৭৩৯ টাকা গায়েব হয়ে যায়।
কিছুক্ষণ পর মোবাইলে মেসেজ এলে বৃদ্ধ বিষয়টি বুঝতে পারেন। এরপর প্রতারিত ব্যক্তি ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানান। ব্যাঙ্ক পুলিশে অভিযোগ করতে বলে। উত্তরপাড়া থানায় এবং চন্দননগর পুলিশের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছেন প্রভাত। তিনি বলেন, “আমি একটা বিষয় বুঝলাম। আমি OTP দিতে অস্বীকার করার পরও কোনভাবে ওদের কথার ফাঁসে ফেঁসে যাই। ওরা কিন্তু খুব ভাল কথা বলে মানুষকে গলিয়ে ফেলতে পারে। এটা থেকেই সাবধান।”

Next Article