খানাকুল: হুগলি জেলার খানাকুলে বন্ধ রয়েছে ফেরি পরিষেবা। হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী ফেরি পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছে শত শত যাত্রী। তিন জেলার মানুষকে এর জেরে সমস্যায় পড়তে হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রী পারাপার বন্ধ থাকায় ক্ষুব্ধ হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ তীরবর্তী এলাকার মানুষজন। স্বাধীনতার ৭৫ বছর কেটে গিয়েছে। হুগলি জেলার খানাকুলের বিভিন্ন এলাকায় কাঠের সেতু কাঠেরই রয়েছে। সেই সব কাঠের সেতু খানাকুলের বিধায়কের নির্দেশে বন্ধ আছে বলে অভিযোগ উঠেছে। কাঠের সেতু খোলার দাবিতে ফেরি পরিষেবা বন্ধ রেখেছেন পশ্চিম মেদিনীপুর এলাকার মানুষ। যদি খানাকুলের বিজেপি বিধায়ক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ফেরি পরিষেবা প্রদানকারী সংস্থার দাবি, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশে দুইপারের সংযোগকারী বাঁশের সাঁকো বন্ধ হয়ে আছে। তাই সাঁকোর দাবিতে ফেরি বন্ধ রেখেছেন পশ্চিম মেদিনীপুর এলাকার মানুষ। এর জেরে যাতায়াত করতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে যাত্রীরা বলেছেন, “ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। খুব সমস্যায় পড়েছি। এখানে এসে বসে আছি। ও পারে যাওয়ার কোনও উপায় পাচ্ছি না।”
খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, “খানাকুল বিধানসভায় যে সমস্ত ফেরিঘাট আছে সেগুলিতে অবৈধভাবে টাকা নেওয়া হয়। ইচ্ছামতো ভাড়া নেওয়া হয়। কোনও নিয়ম মানা হয় না। আমরা পঞ্চায়েত সমিতিতে জেতার পর সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এই ঘাটগুলি কোন বিধি-নিষেধ মানেনি, তাই এদের ক্ষেত্রে পুনরায় নতুন ভাবে ডাক করা হবে। সেই মতো আমরা ডাকের জন্য তোড়জোড় শুরু করেছি। যে সকল অবৈধভাবে বাঁশের সেতুগুলো বানানো হয়েছে সেই সকল বাঁশের সেতুগুলো বানাতে বারণ করেছি। তৃণমূল কংগ্রেসের কিছু দালাল আছে তৎকালীন পঞ্চায়েত সমিতিতে কোটি কোটি টাকা নয়ছয় করেছে।”