Serampore: উকিলের থেকে টাকা নিয়ে ফ্ল্যাট অন্য কাউকে বেচেছিলেন, গ্রেফতার প্রোমোটার

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2023 | 10:05 AM

Serampore: জানা গিয়েছে, শ্রীরামপুর আদালতের আইনজীবী শেখ মুজিবর রহমান। তিনি ২০২০ সালের জুলাই মাস নাগাদ বালিগঞ্জের এক প্রোমোটার রাজেন্দ্র কুমার মালুর কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন। শ্রীরামপুরে দু'টি আবাসন তৈরি করছে ওই প্রোমোটারের সংস্থা সিদ্ধেশ্বর ডেভালপার।

Serampore: উকিলের থেকে টাকা নিয়ে ফ্ল্যাট অন্য কাউকে বেচেছিলেন, গ্রেফতার প্রোমোটার
গ্রেফতার হওয়া প্রোমোটার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শ্রীরামপুর: প্রতারণার জাল যেন সর্বত্র ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ তো দূর ছাড় পাচ্ছেন না আইনের রক্ষক থেকে কেউই। এবার প্রতারিত হলেন খোদ আইনজীবী। ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে জালিয়াতির শিকার হলেন তিনি। ঘটনায় গ্রেফতার প্রোমোটার।

জানা গিয়েছে, শ্রীরামপুর আদালতের আইনজীবী শেখ মুজিবর রহমান। তিনি ২০২০ সালের জুলাই মাস নাগাদ বালিগঞ্জের এক প্রোমোটার রাজেন্দ্র কুমার মালুর কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন। শ্রীরামপুরে দু’টি আবাসন তৈরি করছে ওই প্রোমোটারের সংস্থা সিদ্ধেশ্বর ডেভালপার। এরপর শ্রীরামপুরের উষা আবাসনে ৪০১ নম্বরটি ফ্ল্যাটটি ২২ লক্ষ টাকায় রেজিস্ট্রি করেন ওই আইনজীবী। সেই সময় ফ্ল্যাটের কিছু কাজ বাকি ছিল। সেই কাজ আজ হবে কাল হবে করে আর হাতে পাননি শেখ মুজিবর রহমান।

এরই মধ্যে ফ্ল্যাট দেখতে গিয়ে তিনি জানতে পারেন ২০২২ সালের জানুয়ারী মাসে ফ্ল্যাটটি অন্য একজনকে বিক্রি করে দিয়েছেন প্রোমোটার। এমনটাই অভিযোগ শ্রীরামপুর আদালতের আইনজীবীর।

এরপর গত জুন মাস নাগাদ অভিযুক্ত প্রোমোটার রাজেন্দ্র কুমার মালুর বিরুদ্ধে শ্রীরামপুর আদালতে অভিযোগ দায়ের করেন। তবে রাজেন্দ্র হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বিচাপতি তা খারিজ করে দেন। এরপরই অভিযুক্তকে শ্রীরামপুর থানার পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন। ধৃত আজ শনিবার শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে।

Next Article