Fire: মাঝরাতে হঠাৎ চিৎকার ‘আগুন, আগুন’, সরকারি আবাসনে এরপর যা হল…

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

Jan 23, 2024 | 8:15 AM

Hooghly: স্থানীয়রা জানান, সেই মিটার বক্সেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এদিকে কনকনে ঠান্ডায় সেই সময় কমবেশি সকলেই নিজেদের ঘরে। হঠাৎ হই হই শুনে সকলে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে দেখেন এই দৃশ্য। ভয়ে ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে।

Fire: মাঝরাতে হঠাৎ চিৎকার আগুন, আগুন, সরকারি আবাসনে এরপর যা হল...
এভাবেই আগুন লাগে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: আচমকাই সরকারি আবাসনে আগুন। মধ্যরাতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় আবাসনের বাসিন্দাদের মধ্যে। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই আগুন লাগে কোন্নগর সিএস মুখার্জি স্ট্রিটের সরকারি কো-অপারেটিভ সোসাইটিতে। এই সোসাইটির বি ব্লকের নিচেরতলায় ইলেকট্রিক মিটার বক্স আছে।

স্থানীয়রা জানান, সেই মিটার বক্সেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এদিকে কনকনে ঠান্ডায় সেই সময় কমবেশি সকলেই নিজেদের ঘরে। হঠাৎ হই হই শুনে সকলে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে দেখেন এই দৃশ্য। ভয়ে ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে।

দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যাতে কোনও বড় বিপদ না ঘটে তার জন্য সমস্ত আবাসিককে বাইরে বের করে আনা হয়। এদিকে এত রাতে বাড়ির বাচ্চা বয়স্করা রীতিমতো বিপদে পড়ে। এদিকে এমন বিপদ। শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগে থাকতে পারে বলে দমকলের প্রাথমিক অনুমান। ঘটনায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা আবাসনকে।

কোন্নগর আবাসনের চেয়ারম্যান শোভন হাজরা জানান, হইহই শুনে ছুটে এসে দেখেন আগুন জ্বলছে। পাশেই কয়েকটা সাইকেল রাখা ছিল। আগুন ততক্ষণে সেইসব টায়ারেও ধরে যায়। সেগুলি ফাটতে থাকে। বাইক থাকলে আরও বড় বিপদ ঘটতে পারত বলে আবাসিকদের আশঙ্কা।

কোন্নগর দমকলের এক অধিকারিক জানান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের ছিল। বিদ্যুৎ সংস্থাকে খবর দেওয়া হলে ওরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তারপর জল ব্যবরা করে আগুন নেভানোর কাজ শুরু করা যায়।

Next Article