হরিপাল: রাজ্যজুড়ে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে ট্যাবের টাকা জালিয়াতির খবর প্রকাশ্যে এসেছে। সেই ঘটনার তদন্তে নামতেই উঠেছে চোপড়া যোগ। তবে এবার গায়েব হওয়া পাঁচ পড়ুয়ার ট্যাবের টাকা পুনরায় তাদের ব্যাঙ্ক অ্যকাউন্টে পাঠাল রাজ্য সরকার। গায়েব হওয়া টাকা সঠিক তদন্ত করে উদ্ধার করুক প্রশাসন দাবি হরিপালের একটি স্কুলের প্রধান শিক্ষকের।
হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন সূত্রে জানা গিয়েছে, মোট ছয় জন ছাত্র ছাত্রীর ট্যাবের টাকা গায়েব হয়। যদিও একজন ছাত্রের টাকা তৎক্ষনাত ফেরত পাওয়া যায় প্রশাসনের তৎপরতায়। কিন্তু বাকি পাঁচজনের টাকা ফেরত না আসায় স্কুলের পক্ষ থেকে শিক্ষা দফতর,থানা ও সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়।
তদন্ত চলাকালীন জানা যায় ধূপগুড়ি,কৃষ্ণগঞ্জ ও কলকাতার কাঁকুড়গাছি এবং গড়িয়াহাট এলাকার মোট দু’টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখার পাঁচটি ভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। গায়েব হওয়া সেই টাকা উদ্ধার না হলেও, পুনরায় ওই পাঁচ ছাত্র ছাত্রী অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা জমা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার ওই পাঁচ ছাত্র ছাত্রীর অ্যাকাউন্ট প্রতি ১০ হাজার টাকা করে জমা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুল পড়ুয়া সৌভিক কর বলে, “আমরা স্কুলে গিয়ে স্যরকে বললাম যে স্যর টাকা ঢোকেনি। উনি সঙ্গে-সঙ্গে ব্যবস্থা নিলেন। থানাতেও অভিযোগ জানিয়েছেন। এখন আমরা আমাদের ট্যাবের টাকা পেয়েছি।”