AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: টানা ৮ বার জিতেছেন ধনিয়াখালি থেকে, প্রয়াত বাম জমানার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

Hooghly: এক সময় টানা আটবার ধনিয়াখালি বিধানসভা থেকে বিধায়ক নির্বচিত হয়েছিলেন কৃপাসিন্ধু। ২০০১ সালে শেষবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০২ থেকে ২০০৬ সাল অবধি বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি।

Hooghly: টানা ৮ বার জিতেছেন ধনিয়াখালি থেকে, প্রয়াত বাম জমানার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু
প্রয়াত প্রাক্তন ডেপুটি অধ্যক্ষ কৃপাসিন্ধু সাহাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2025 | 4:16 PM
Share

কলকাতা: প্রয়াত পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি অধ্যক্ষ কৃপাসিন্ধু সাহা। আজ হুগলির চুঁচুড়ায় তাঁর ‘কুঁড়েঘর’ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

এক সময় টানা আটবার ধনিয়াখালি বিধানসভা থেকে বিধায়ক নির্বচিত হয়েছিলেন কৃপাসিন্ধু। ২০০১ সালে শেষবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০২ থেকে ২০০৬ সাল অবধি বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি।

আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ, ফরোয়ার্ড ব্লকের জেলা চেয়ারম্যান সুনীল সাহা। এর আগে কৃপাসিন্ধু সাহা হুগলি জেলা ফরোয়ার্ড ব্লকের ডেপুটি চেয়ারম্যানও ছিলেন। নেতাজির আদর্শে রাজনীতি করতেন। দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর।

জেলা ফরওয়ার্ড ব্লক চেয়ারম্যান সুনীল শা বলেন, “একসময় প্রচণ্ড দাপুটে নেতা ছিলেন। ১৯৬৭ সালে প্রথম বিধায়ক হন। ধনিয়াখালি থেকে একটানা MLA হয়েছেন। বামফ্রন্ট জামানা শেষে সময় সর্বশেষ ডেপুটি স্পিকার হন। তিনি পার্টি পরিচালনার ক্ষেত্রে ডেপুটি চেয়ারম্যান ছিলেন। লড়াই-সংগ্রামের মধ্যে ধনিয়াখালি পার্টিকে সমৃদ্ধ করেছেন। ওঁর অবদান অস্বীকার করার জায়গা নেই। আজ বেলায় তাঁর প্রয়াণ ঘটে।”