হুগলি : তিনি পেশায় অভিনেতা। টলি পাড়ায় ঘোরাফেরা করেন। চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকার নেওয়ার অভিযোগে সেই ব্যক্তিকেই আটকে রাখলেন গ্রামবাসীরা। রাজ্যের মন্ত্রী জোত্যিপ্রিয় মল্লিকের নাম করে চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন বলে অভিযোগ উঠল সায়ন চৌধুরী নামে এক যুবকের বিরুদ্ধে। হুগলির জাঙ্গিপাড়ার দিলাকাশ এলাকার ঘটনা। বুধবার মালদহের যুবক সায়নকে আটকে রাখলেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে টাকা ফেরত দেবেন বলে জানান সায়ন।
অভিযুক্ত সায়ন চৌধুরী টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, এক ব্যক্তি তাঁকে লোক খুঁজে দিতে বলেছিলেন। সেই ব্যক্তিকেই নাকি সব টাকা দিয়ে দিয়েছেন তিনি। কিন্তু চাকরি দেওয়া হয়নি কাউকেই। অভিযুক্ত সায়নের দাবি, ইন্ডাস্ট্রিতে নানারকমের ফাঁদ পাতা আছে। তেমনই ফাঁদে পা দিয়ে দিয়েছেন তিনি।
গ্রামবাসীরা জানিয়েছেন, জাঙ্গিপাড়ার দিলাকাশ এলাকার বিশ্বজিৎ দলুই-এর সঙ্গে কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সায়নের। বেশ কয়েকবার একে অপরের বাড়িতেও যান তাঁরা। এরপরই বিশ্বজিৎকে চাকরির টোপ দিয়ে ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
বিশ্বজিৎ জানান, পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন সায়ন। অন্যদিকে বিশ্বজিৎ-এর আরও চার বন্ধুকেও একাধিক সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। বিশ্বজিৎ-এর কাছ থেকে ৩ লক্ষ ১৭ হাজার টাকা ও বাকিদের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সায়ন নাকি দাবি করেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের ভাইপোর সঙ্গে সায়নের যোগাযোগ রয়েছে।
গ্রামবাসীরা জানান, টাকা নেওয়ার পর থেকেই যোগাযোগ বন্ধ করতে শুরু করেন সায়ন। বুধবার আবার টাকা দেওয়ার নাম করে সায়নকে জাঙ্গিপাড়ার দিলাকাশ এলাকায় ডাকা হয়। এরপরই তাঁকে আটক রাখেন প্রতারিত গ্রামবাসীরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জাঙ্গিপাড়া থানার পুলিশ। পুলিশ গেলেও প্রাপ্ত টাকা ফেরত না পাওয়া পর্যন্ত ছাড়বে না বলে জানিয়েছেন গ্রামবাসীরা। সায়ন জানান, তাঁকে কিছু টাকা নগদে ও কিছু টাকা চেকের মাধ্যমে দিয়েছিলেন গ্রামবাসীরা।
জোত্যিপ্রিয় মল্লিকের ভাইপো তাঁর বন্ধু হয় বলে জানান সায়ন। তিনি জানান, পরিবারকে সবটা জানিয়েছেন। পরিবারের লোকজন টাকা নিয়ে মালদহ থেকে আসছেন। টাকা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অভিযুক্ত।