Dengue: এবার উত্তরপাড়া, রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 10, 2022 | 1:00 PM

Dengue: রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে প্রশাসন। কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, তা স্বীকার করে নিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।

Dengue: এবার উত্তরপাড়া,  রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
উত্তরপাড়ায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

Follow Us

হুগলি: আবার রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু। এবার উত্তরপাড়া। ডেঙ্গি আক্রান্ত এক প্রৌঢ়ের মৃত্যু হল। এর আগেই উত্তরপাড়ায় চার জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতের নাম স্বপন ঘোষ (৫৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের জ্বর হয়েছিল। পরিবারের তরফ থেকে স্থানীয় চিকিৎসককে দেখানো হয়। জ্বর না কমায় গত ৪ নভেম্বর উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখান থেকে ৭ তারিখে কলকাতার সিএমআরআই-তে নিয়ে যাওয়া হয়। আইসিইউ থেকে ভেন্টিলেশানে নিয়ে যাওয়া হয় প্রৌঢ়কে। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী বিশ্বাস বলেন, “উত্তরপাড়ায় ১৬,১৮,১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি শুরু হয়েছিল। মাখলায় কিছু ছিল। ১৩ নম্বর ওয়ার্ডে সেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল না। একটা মৃত্যু ভয় ধরিয়ে দিয়েছে।” স্থানীয় বাসিন্দাদের সচেতন করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি পুরসভার কর্মীরা যখন বাড়িতে যাচ্ছেন তাঁদের সঙ্গে সহযোগিতা করারও পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবারই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৯ বছরের এক শিশুর। মোহম্মদ জিসান রাজা নামে বাচ্চাটি তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। হাওড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পিলখানা সেকেন্ড বাই লেনের বাসিন্দা জিসান গত ৩ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হয়। রক্ত পরীক্ষার পর জানা গিয়েছে, তার ডেঙ্গি পজেটিভ। তড়িঘড়ি তাকে কলকাতার মুকুন্দপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্লেটলেট দ্রুত কমতে থাকে তার। অবস্থার অবনতি হওয়ার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে প্রশাসন। কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, তা স্বীকার করে নিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। ডেঙ্গি নিয়ে শহরবাসীকে সচেতন করতে প্রচারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। চেতলায় এসে সচেতনতা প্রচার করেন মেয়র।

Next Article