হুগলি: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানালেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। একইসঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ ও ভারতবর্ষের নাগরিকদের কাছে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখারও অনুরোধ জানান। প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার। বর্তমানে জেলবন্দি। তাঁর গ্রেফতারির পর থেকেই উত্তাল বাংলাদেশ। পথে নেমেছেন সংখ্যালঘুরা। প্রতিবাদের ঢেউ এসেছে এপারেও। উঠেছে নিঃশর্ত মুক্তির দাবি। সুর চড়িয়েছে বিজেপি। এবার ত্বহা সিদ্দিকী চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে সরব হয়েছে তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা।
সুর চড়িয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়েও। ক্ষোভের সুরেই বলেন, বাংলাদেশের হিন্দু ভাই-বোনদের প্রতি অত্যাচার হবে এটা গ্রহণযোগ্য নয়। প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে, জুলুম হবে, তাদের গাড়ি বাড়ি পোড়ানো হবে এটা খুব অন্যায়।
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কয়েকদিন আগেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। তারপর থেকেই আগুন যেন একেবারে ঘি পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ উঠছিলি, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর তা যেন নতুন মাত্রা পেয়ে যায়। এখন ত্বহা সিদ্দিকীর দাবি, মিথ্যা কেস না দিয়ে তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হোক। প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘুদের আন্দোলনের ঢেউ এসেছে এপার বাংলাতেও। সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা। পথে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ। এমতাবস্থা ত্বহা সিদ্দিকীর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।