Haripal Durga Pujo 2023: দুর্গা এখানে পূজিত কালী রূপে, নবমীতেই কুমারী পুজো করে সিংহ রায় পরিবার

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 23, 2023 | 10:13 AM

Haripal Durga Pujo 2023: তিনশো বছরের পুরনো রীতি মেনে সিংহ রায় বাড়িতে নির্ঘণ্টা মেনে বেলা ১২ টা নাগাদ শুরু হবে কুমারী পুজো। ইতিমধ্যেই গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেছেন সিংহ রায় বাড়িতে

Haripal Durga Pujo 2023: দুর্গা এখানে পূজিত কালী রূপে, নবমীতেই কুমারী পুজো করে সিংহ রায় পরিবার
হরিপালের সিংহ রায় পরিবারের পুজো
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  ব্রাহ্মণ নয় ,নবমীতে কুমারী পূজা করেন সিংহ রায় বাড়ির মহিলা সদস্যরা। দুর্গার রূপ কালী মূর্তি, দেবী দুর্গার পুজো করেন কনৌজ ব্রাহ্মণ। দেওয়া হয় পাঁচ মন চালের নৈবিদ্য। তিনশো বছরের পুরানো এই রীতি মেনে কালী রূপী দুর্গা আজও পূজিত হন হরিপালের সিংহ রায় বাড়িতে।

প্রায় তিনশো বছর আগে রাজস্থান থেকে হুগলির হরিপালে এসে বসবাস শুরু করেন সিংহ রায় পরিবার। বর্ধমান রাজার অধীনে জমিদারির দায়িত্ব পান হরিদয়াল সিংহ রায়, তিনিই প্রথম দুর্গা পুজোর প্রচলন করেন। কালী রূপী দুর্গা পূজার কারণে সিংহ রায় পরিবারে হয় না মা কালীর আরাধনা। তবে সিংহ রায় বাড়ির পূজার বিশেষত্ব হল কুমারী পূজা, নবমীর দিন যে কোনও ব্রাহ্মণ পরিবারের কন্যাকে কুমারী রূপে পুজো করা হয় তবে কুমারী পুজো করেন সিংহ রায় পরিবারের যে কোনও গৃহবধূ।

তিনশো বছরের পুরনো রীতি মেনে সিংহ রায় বাড়িতে নির্ঘণ্টা মেনে বেলা ১২ টা নাগাদ শুরু হবে কুমারী পুজো। ইতিমধ্যেই গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেছেন সিংহ রায় বাড়িতে। এই পুজো ঘিরে গ্রামের মানুষের মধ্যে উন্মাদনা আলাদা করে চোখে পড়ার মতো।

Next Article