হুগলি: ষাঁড়ের গুঁতোয় গুরুতর জখম হলেন তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আশিস সামন্ত। মঙ্গলবার নবমীর দিন এই দুর্ঘটনা ঘটে। পেশায় তারকেশ্বর ডিগ্রি কলেজের ফিজিক্যাল এডুকেশনের ল্যাব অ্যাটেনডেন্ট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কলাইকুণ্ডু এলাকায় তাঁর বাড়িতেই হঠাৎ করে একটি ষাঁড় ঢুকে পড়ে। অতর্কিতে বাড়িতে ষাঁড় ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। উপপ্রধান পরিবারের সদস্যদের আগলানোর চেষ্টা করছিলেন। সে সময়েই সিং এর গুঁতো লাগে তাঁর গায়ে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ষাঁড়টিকে কোনওক্রমে বাড়ির বাইরে তাড়া করে বার করা হয়। আক্রান্তকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে এই একই ষাঁড়ের গুঁতোয় অনেকেই আহত হয়েছেন এলাকায়। এমনকী এই একই ষাঁড়ের গুঁতোয় দু’জন প্রাণও হারিয়েছেন বলে দাবি। যদিও এতদিন পর্যন্ত ষাঁড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে কোনও ব্যবস্থাই নেয়নি প্রশাসন। প্রশাসনের গাফিলতির কথা স্বীকার করে নেন তারকেশ্বর পুরসভার প্রাক্তন প্রধান তথা বর্তমান কাউন্সিলর স্বপন সামন্তও। তিনি জানিয়েছেন, এবার ষাঁড়টিকে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।