হুগলি: ভয়ঙ্কর ঘটনা তারকেশ্বরে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ দাদা ও ভাইয়ের মধ্যে। আর তার জেরে কোদাল দিয়ে দাদার কান কেটে নেওয়ার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। হুগলির তারকেশ্বরের আয়মা পাহাড়পুর এলাকার ঘটনা।
আহত ব্যক্তির নাম শেখ সালাউদ্দিন। জানা গিয়েছে, দীর্ঘ কয়েকদিন ধরে ভাই শেখ শাহবুদ্দিনের সঙ্গে অশান্তি চলছিল সম্পত্তি ভাগাভাগি নিয়ে। যার জল গড়ায় আদালত পর্যন্ত। অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করায় মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় শেখ সালাউদ্দিনকে। মামলা না তোলায় মঙ্গলবার দুপুরে অশান্তি চরমে পৌঁছায়। বেশ কয়েক জন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে শেখ সালাউদ্দিনের বাড়িতে চড়াও হয় তাঁর ভাই শেখ শাহাবুদ্দিন।
এরপরই দু’পক্ষের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সেই সময় হঠাৎই কোদাল দিয়ে শেখ সালাউদ্দিনের কান কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এক দুষ্কৃতী শেখ আতাউল ও তাঁর স্ত্রীকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত ব্যক্তি বলেন, “আমার ভাই-বোনরা সব মারামারি করছিল। সেই খবর শুনে আমি থানায় যাই। থানা থেকে বলা হল মিটমাট করে দেওয়া হবে। পুলিশ যেই ঘর থেকে বেরলো অমনি শাহবুদ্দিন আতাবুলরা আমায় ধরে হামলা করল। কান কেটে নিল আমার।”